শেষ আপডেট: 5th May 2023 18:10
দ্য ওয়াল ব্যুরো: খাস কলকাতায় দিনে দুপুরে ফ্ল্যাটে ঢুকে মহিলাকে ছুরি দেখিয়ে বেঁধে রেখে লুটপাটের অভিযোগ (Robbery in Garfa)!
ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলা ১১টা নাগাদ গড়ফার ১৬, দক্ষিণ পূর্বাচল হসপিটাল রোডে। সূত্রের খবর, এদিন এক দুষ্কৃতী ওই এলাকার একটি ফ্ল্যাটের কলিং বেল বাজায়। ফ্ল্যাটটিতে থাকেন পেশার ঠিকাদার সমীর কর্মকার ও তাঁর স্ত্রী শিবানী কর্মকার। তবে ঘটনার সময় সমীরবাবু বাড়িতে ছিলেন না, একাই ছিলেন শিবানী।
কলিং বেল শুনে সাত পাঁচ না ভেবেই দরজা খুলে দেন শিবানী। সঙ্গে সঙ্গে ফ্ল্যাটে ঢুকে পড়ে ওই দুষ্কৃতী। ছুরি বের করে শিবানীকে ভয় দেখিয়ে একটি প্লাস্টিকের দড়ি বের করে তাঁর হাত মুখ ভাল করে বেঁধে তাঁর গলা থেকে একটি সোনার হার এবং আঙুলে পরে থাকা আংটি খুলে নিয়ে নেয়।
এরপর মহিলাকে বাথরুমে আটকে রেখে ঘরের জিনিসপত্র তছনছ করতে শুরু করে সে। ঘরের একটি ড্রয়ারে রাখা ছিল চারটি সোনার আংটি এবং ৩০ হাজার টাকা নগদ। সেই সমস্ত কিছুই নিয়ে চম্পট দেয় ওই দুষ্কৃতী। পরে শিবানীর চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসেন পাড়াপড়শিরা। খবর দেওয়া হয় থানায় (Garfa Police Station)।
ঘটনাস্থলে এসে পৌঁছায় গড়ফা থানার পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে রেখে শিবানীর বয়ান নিয়ে গেছেন তাঁরা। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ইতিমধ্যেই। দুষ্কৃতীর পরিচয় খুঁজে বের করার চেষ্টা চলছে। ঘটনায় ওই দুষ্কৃতীর সঙ্গে আর কেউ জড়িত ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
হাওড়া স্টেশনের ‘বড় ঘড়ি’ বুড়ো হল, সেঞ্চুরির দুয়ারে কোটি সাক্ষাতের ঠিকানা