শেষ আপডেট: 5th March 2025 12:50
দ্য ওয়াল ব্যুরো: খাস কলকাতায় অফিসের মধ্যে ঢুকে দুঃসাহসিক ডাকাতি (Robbery in Barabazar)।
পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার সন্ধেয় বড়বাজারের সিনাগগ স্ট্রিটের একটি বেসরকারি অফিসের মধ্যে ঢুকে মালিকের মাথায় বন্দুক ঠেকিয়ে নগদ প্রায় ১৫ লক্ষ টাকা লুট করে পালিয়েছে তিন ডাকাত। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
খতিয়ে দেখা হচ্ছে আশেপাশের সিসিটিভি ফুটেজ। তবে যেভাবে বড়বাজারের মতো জনবহুল এলাকায় ঘটনাটি ঘটেছে, তাতে আতঙ্ক ছড়িয়েছে আশেপাশের অন্যান্য বেসরকারি সংস্থার কর্মীদের মধ্যেও।
কীভাবে ডাকাতির ঘটনা ঘটল?
পুলিশের কাছে সংশ্লিষ্ট বেসরকারি সংস্থার মালিক ও কর্মীরা জানিয়েছেন, সন্ধেয় অফিস বন্ধ করার তোড়জোড় চলছিল। সে সময় কাজের নাম করে অফিসের মধ্যে ঢোকে তিন যুবক। কথা বলতে বলতে মালিকের কাছে পৌঁছে যায়। এরপরই মাথায় বন্দুক ঠেকিয়ে ১৫ লক্ষ টাকা লুট করে।
তবে ডাকাতদের মুখ স্পষ্টভাবে বুঝতে পারেননি সংস্থার কর্মীরা। পুলিশকে তাঁরা জানিয়েছেন, ডাকাতদের দু'জনের মাথায় ছিল সাদা টুুপি এবং একজনের মাথায় লাল টুপি। পরে সিসিটিভি ফুটেজেও একই ছবি দেখতে পেয়েছে পুলিশ।
বড় বাজার থেকে হাওড়া স্টেশন হয়ে দুষ্কৃতীরা পালিয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা। ঘটনায় বিহার-যোগের সম্ভাবনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
অন্যদিকে পোস্তা থানা এলাকাতেও এক ব্যবসায়ীর কাছ থেকে ২ লক্ষ টাকা লুটের অভিযোগ উঠেছে। হাওড়ার লিলুয়ার ওই ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।