Date : 17th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
কয়েকমাসের ব্যবধানে আবার ডোমজুরের একটি কারখানায় আগুন লাগল, ঘটনাস্থলে দমকলের দু'টি ইঞ্জিনশক্তির স্বার্থেই রাশিয়ার পাশে ভারত, ন্যাটো প্রধানের হুঁশিয়ারিকে পাত্তাই দিল না নয়াদিল্লিভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি সই হতে পারে সামনের সপ্তাহেই! কম দামে মিলবে হুইস্কি, ওয়াইননিকোপার্কে যুবকের মৃত্যু: পরিবারের অভিযোগ গাফিলতির, ময়নাতদন্তে হৃদরোগে মৃত্যুর ইঙ্গিতকল্যাণী স্টেডিয়ামেই হবে ডার্বি, তবে পিছল দিনমিলিয়ে মিশিয়ে হাজারের উপর নামকরণ করে ফেলেছেন মমতা, এখনও তালিকা অফুরন্ত, জানালেন নিজেইগোপালগঞ্জ: পুলিশ রিপোর্টে আ-লিগ কর্মীদের মৃত্যুর কারণ লেখা নেই, সেনাকে আড়াল করাই লক্ষ্য?আইআইটি সমাবর্তনে 'কালা চশমা' মুহূর্ত, 'কুল' ছাত্র-প্রফেসরের রসায়ন ভাইরালউত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের করিডোরে ভবঘুরের দেহ খুবলে খেল কুকুরমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই হবে এবারের ডুরান্ডের উদ্বোধন

রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল দেখতে জমছে ভিড়

দ্য ওয়াল ব্যুরো: আর কয়েক ঘণ্টার মধ্যে রেড রোডে শুরু হবে পুজো কার্নিভাল। বেলা গড়াতেই একে একে হাজির মোট ৭২টি পুজো কমিটি। চারিদিক দিয়ে একাধিক রাস্তা বন্ধ করে রঙিন মোড়কে রেড রোড। সকাল থেকেই রেড রোড-সহ শহরের একাধিক রাস্তা বন্ধ। শহরের ব্যস্ততম

রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল দেখতে জমছে ভিড়

শেষ আপডেট: 22 October 2018 13:00

দ্য ওয়াল ব্যুরো: আর কয়েক ঘণ্টার মধ্যে রেড রোডে শুরু হবে পুজো কার্নিভাল। বেলা গড়াতেই একে একে হাজির মোট ৭২টি পুজো কমিটি। চারিদিক দিয়ে একাধিক রাস্তা বন্ধ করে রঙিন মোড়কে রেড রোড। সকাল থেকেই রেড রোড-সহ শহরের একাধিক রাস্তা বন্ধ। শহরের ব্যস্ততম খিদিরপুর  রোড ও হসপিটাল রোড বন্ধ রাখা হয়েছে। এর ফলে যানজটের চাপ বেড়েছে। কে পি রোড বন্ধ থাকার ফলে ক্যাসুরিনা অ্যাভিনিউতে মারাত্মক যানজট। লাভারস লেনমুখী হসপিটাল রোড বন্ধ থাকায় এজেসি বোস রোড ক্রসিংয়ে চাপ বেড়েছে। এ ছাড়াও, রেড রোড, খিদিরপুর রোড পুরোপুরি বন্ধ থাকায় কার্নিভাল শেষ না হওয়া পর্যন্ত যানজট থাকবে বলে জানা যাচ্ছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টে থেকে শুরু হবে পুজো কার্নিভাল। তার আগে, দুপুর ২টো থেকেই রেড রোড, হসপিটাল রোড ও থিদিরপুর রোড বন্ধ করা হয়েছে। দশমীতে যুদ্ধ শুরু, দ্বাদশীতে রাবণ বধ, প্রথা মেনে রাবণ কেটেই অশুভের বিনাশ হয় বিষ্ণুপুরে সকাল থেকেই গোটা রেড রোডে পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চালানো হয়। নজরদারিতে বম্ব স্কোয়াডের কর্মীরাও। পাশাপাশি, অনুষ্ঠান চলাকালীন থাকছে র‌্যাফ। কার্নিভালের মোট আসন সংখ্যা ২০ হাজার। তার মধ্যে বিদেশি পর্যটকদের জন্য সংরক্ষিত দেড় হাজার আসন। বর্ণাঢ্য শোভাযাত্রা দেখতে ইতিমধ্যেই ভিড় জমেছে। যে ভাবে জমায়েত চলছে তাতে দর্শক সংখ্যা ৩০ হাজার ছাড়াবে বলে অনুমান।

ভিডিও স্টোরি