শেষ আপডেট: 2nd January 2024 15:01
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: বছরের শেষ দিনে কেন্দ্রীয় নয়া পরিবহণ আইনের বিরোধিতা করে বিক্ষোভ দেখালেন ট্রাক চালকরা। এই ঘটনায় অবরুদ্ধ হয়ে পড়ে ডানকুনি হাইওয়ে।
রবিবার সাড়ে সকাল ১০টায় অবরোধ শুরু হয়। রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান গাড়ির চালকরা। চণ্ডীতলা পাঁচঘড়া জাতীয় সড়কের উপর বিক্ষোভ চলে। ট্রাক চালকদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ডানকুনি হাইওয়ে। রাস্তা অবরুদ্ধ থাকায় অন্যান্য গাড়ি চলাচল স্তব্ধ হয়ে পড়ে। ফলে বহুযাত্রী মাঝপথে যানজটে আটকে পড়ে নাকাল হয়েছেন। বিক্ষোভকারীদের হঠাতে পুলিশ তাঁদের সঙ্গে কথাবার্তা চালালেও অবরোধ ওঠেনি।
এরপর বেলা বাড়তেই পুলিশ অবরোধকারীদের সরাতে কড়া পদক্ষেপ করে। শুরু হয় লাঠিচার্জ। খণ্ডযুদ্ধ বেঁধে যায় বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে। পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইট ছোড়েন বিক্ষোভকারীরা। হাইওয়ে রণক্ষেত্রের চেহারা নেয়।
কী কারণে ট্রাক ডাইভাররা এই অবরোধ নেমেছেন সেই প্রশ্নের উত্তরে এক বিক্ষোভকারী শেখ আবদুল জাফর জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার ট্রাক চালকদের জন্য নতুন নীতি ঘোষণা করছে। সেখানে ট্রাকের ধাক্কায় কোনও মানুষের মৃত্যু হলে চালককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৭ লক্ষ টাকা জরিমানা করা হবে। এই নীতি তাঁরা মানবেন না।
আবদুল বলেন, ''অর্থনীতি পরিবহণের উপর অনেকটাই নির্ভরশীল। কিন্তু গাড়ির চালকদের জন্য কোনও আইন নেই। যদি ট্রাক চালকদের জন্য দুর্ঘটনায় মৃত্যু হয়, মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নিদান রয়েছে। কিন্তু ট্রাক চালকরা যদি দুর্ঘটনায় মারা যান, তাঁর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কোনও আইন নেই কেন।''
একই কথা বলেছেন আরেক ট্রাক চালক বসির আহমেদ। তিনি বলেন, ''দিন রাত খেটে ১০ হাজার টাকা মাইনে পাই। দুর্ঘটনা ঘটলে নতুন আইনে অনুযায়ী ৫ লক্ষ টাকা অভিযুক্ত চালককে দিতে হবে। এত টাকা পাবো কোথা থেকে। এই আইন আমরা মানি না।''