শেষ আপডেট: 8th December 2021 05:59
দ্য ওয়াল ব্যুরো : বুধবার সকালে ডানলপ পিডব্লুডি রোডে (PWD Road) ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এখনও মৃতের পরিচয় জানা যায়নি। ঘাতক লরিটিকে আটক করেছে বরানগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত সাইকেল-আরোহী নিরাপত্তারক্ষীর কাজে যুক্ত ছিলেন। অভিযোগ, ডানলপ ট্রাফিক পুলিশ থেকে শুরু করে বড়নগর থানার পুলিশ, কেউই ডানলপ পিডব্লুডি রোডে পাথর ও বালির লরির দৌরাত্ম্যে রাশ টানতে পারছে না।