শেষ আপডেট: 30th October 2024 16:14
দ্য ওয়াল ব্যুরো: একদিন পরেই কালীপুজো। তার আগে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল মহেশতলার সম্প্রীতি ফ্লাইওভারে। একটি মালবাহী গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল বাইক আরোহীর। গুরুতর জখম হয়েছে তার নাবালক ভাই। সে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
বজবজ, নুঙ্গি এইসব এলাকা বাজির জন্য বিখ্যাত। সেখান থেকেই বাজি কিনে সম্প্রীতি ফ্লাইওভার দিয়ে বাড়ি ফিরছিল অভিজিৎ হালদার নামের এক যুবক। তার সঙ্গে ছিল ছোট ভাইও। পুলিশ সূত্রে খবর, একটি মালবাহী গাড়ি কলকাতা থেকে বজবজের দিকে যাচ্ছিল। উল্টোদিক থেকে বাইকটি সেই গাড়িতেই ধাক্কা মারে। আহত দুজনকে অল্প সময়ের মধ্যেই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা অভিজিৎকে মৃত বলে ঘোষণা করে।
প্রত্যক্ষদর্শীদের মতে, বাইকটির গতি স্বাভাবিকের তুলনায় বেশি ছিল। অনুমান, সেই কারণেই গাড়ি সামনে চলে আসায় চালক নিয়ন্ত্রণ করতে পারেনি বাইকটি। ফলে ধাক্কা লাগে। এই ঘটনার পরই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন মহেশতলা থানার আইসি সহ বাকি পুলিশ আধিকারিকরা। ঘাতক গাড়ির চালকও এই ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি বলে খবর।
মৃত তরুণ এবং তার ভাই চেতলা থানা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। মঙ্গলবার রাতে মহেশতলার নুঙ্গি এলাকায় তারা বাজি কিনতে গিয়েছিল। বাড়ি ফিরে আসার সময় মহেশতলা সম্প্রীতি ফ্লাইওভারে উঠেই আচমকাই নিয়ন্ত্রণ হারায় বাইকটি। মালবাহী গাড়ির সঙ্গে ধাক্কা লেগে বাইক থেকে বেশ কিছুটা দূরে ছিটকে পড়ে দুজন। গুরুতর আহত অবস্থায় তাদের বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা অভিজিৎকে মৃত বলে ঘোষণা করেন। পড়ে তার ভাইয়ের অবস্থা আরও সঙ্কটজনক হওয়ায় তাকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করা হয়। আপাতত সেখানেই ভর্তি সে।