মহম্মদ সেলিম ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 12th December 2024 21:48
প্রীতি সাহা
তৃণমূলের ব্যাট ধরে সংসদে দ্বিতীয় ইনিংস শুরুর মুহূর্তে নিজের প্রাক্তন দল সিপিএম সম্পর্কে একাধিক বিস্ফোরক মন্তব্য করেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
দ্য ওয়ালকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে 'মমতার মধ্যেই লেনিনকে দেখেছি', 'সিপিএম এখন জামানত জব্দ পার্টিতে পরিণত', 'আপাতত টিভি চ্যানেলের সন্ধেবেলার টক শো-তে সিপিএম সীমাবদ্ধ হয়ে গিয়েছে' বলে মন্তব্য করেছিলেন ঋতব্রত। বৃহস্পতিবার যার জবাব দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
সেলিমের দাবি, "ওকে সিআইডি খুঁজছিল। বাধ্য হয়ে ও তৃণমূলে যোগ দিয়েছিল!"
সম্পূর্ণ সাক্ষাৎকারটি দেখুন এই লিঙ্কে ক্লিক করে...
সিপিএমের রাজ্য সম্পাদকের দাবি, "ঋতব্রতর বিরুদ্ধে দল যখন তদন্ত কমিশন বসিয়েছিল, তখনও ও কাঁদতে কাঁদতে বলেছিল, দল তাড়ালেও আজীবন বামপন্থী থাকব।"
একদা সিপিএমের সাংসদ ছিলেন ঋতব্রত। ২০১৭ সালে দল তাঁকে প্রথম সাসপেন্ড, পরে বহিষ্কার করেছিল। তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি পদ সামলানো ঋতব্রতকে এবারে রাজ্যসভা নির্বাচনের প্রার্থী হিসাবে ঘোষণা করেছে তৃণমূল। তার পর দ্য ওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে সিপিএম (CPM) সম্পর্কে বিস্ফোরক সব কথা বলেন প্রাক্তন বাম যুব নেতা।
তরুণ শ্রমিক নেতা বলেন, “আমি সিপিএম-এ থাকাকালীন প্রশ্ন তুলেছিলাম যে সিপিএম-এর পার্টির অফিসে ভারতবর্ষের প্রথম বিপ্লবী শ্রী চৈতন্যের ছবি কেন থাকবে না? সিপিএমের পার্টি অফিসে ভারতবর্ষের যিনি প্রথম স্লোগান দিয়েছেন তাঁর ছবি কেন থাকবে না। প্রথম যিনি মিছিল করেছেন তাঁর ছবি কেন থাকবে না? সমস্যাটা অন্য জায়গায়। আমার যে ভাবনা, আমি যেভাবে ভাবতে চাইছি, সেই ভাবনার যে ম্যানিফেস্টেশন, তার ইজারা কেউ নিয়ে রাখতে পারে না। ইজারা নিতে নিতে এখন যেটা হয়েছে তা হল, দলের সাইনবোর্ডটা ভিজিটিং কার্ড হয়ে গেছে। ভিজিটিং কার্ডটা রবার স্ট্যাম্পে পরিণত হয়েছে।”
এ প্রসঙ্গে অবশ্য সেলিম সরাসরি কোনও প্রতিক্রিয়া দেননি। তাঁর কথায়, "সিপিএম কাউকে বহিষ্কার করলে তারপরে সে কী করল, তা নিয়ে মাথা ঘামায় না।'