শেষ আপডেট: 25th August 2022 19:00
দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে ক্রমশ পিছিয়ে পড়তেই গত সপ্তাহে স্ত্রীকে নিয়ে ইংল্যান্ডের (England) ইসকন মন্দিরে ছুটেছিলেন ঋষি সুনাক (Rishi Sunak)। স্ত্রী অক্ষতা মূর্তির (Akshata Murthy) সঙ্গে সেখানে জন্মাষ্টমী পালন করেন তিনি। আর এবার নিজের স্বপ্নপূরণ করতে ইংল্যান্ডের রাস্তায় গোমাতাকে (Gau Pooja) পুজোর আয়োজন করলেন তিনি।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর আসনে বসার দৌড়ে অন্যতম প্রতিদ্বন্দ্বী ঋষি সুনাকের একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ইংল্যান্ডের কনজারভেটিভ পার্টির সদস্য লন্ডনে গরু পুজো করছেন। সেখানে দেখা যাচ্ছে স্ত্রী অক্ষতা মূর্তির পাশে দাঁড়িয়ে একটি গরুকে পুজো করছেন নারায়ণমূর্তির জামাই। উল্লেখ্য, ইনফোসিসের প্রতিষ্ঠাতা এনআর নারায়ণমূর্তির মেয়ে অক্ষতা মূর্তিরই স্বামী ঋষি সুনাক।
সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ঋষি সুনাক ও তাঁর স্ত্রী অক্ষতা মূর্তি গরুর সামনে দাঁড়িয়ে আরতি করছেন। এমনকি গরুর চারপাশে পুরোহিতের কথা মতো পবিত্র জলও ছিটিয়ে দিচ্ছেন। গরুটির গায়ে বিভিন্ন রঙ দিয়ে করা হাতের ছাপও স্পষ্ট ছিল।
২০২০ সালের নভেম্বরে ইংল্যান্ডে দীপাবলি উৎসব উদযাপন করার পরেই সেখানে বসবাসকারী ভারতীয়দের কাছ থেকে প্রশংসা আদায় করে নিয়েছিলেন ঋষি সুনাক। নিজের বাসভবনের সামনেই এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ঋষি। এর পাশাপাশি ইংল্যান্ডে কোভিডকালে লকডাউন চলাকালীন সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। এমনকি ইয়র্কশায়ারের রিচমন্ড থেকে তৃতীয়বার নির্বাচিত হওয়ার সময় যুক্তরাজ্যের সংসদ সদস্য হিসেবে ভগবদগীতা পাঠ করে শপথ নিয়েছিলেন। যা সেখানকার ভারতীয়দের মন জয় করে নিয়েছিল।
এখন দেখার জন্মাষ্টমী পালন এবং গোমাতাকে পুজোর পর ব্রিটিশ প্রধানমন্ত্রীর আসনে তিনি প্রথম ভারতীয় হিসাবে বসতে পারেন কিনা।
চিন-নির্ভরতা কমানোর লক্ষ্য! গোপনে রাশিয়া থেকে যুদ্ধবিমানের যন্ত্রাংশ কিনছে পাকিস্তান