শেষ আপডেট: 30th December 2022 09:56
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় দলের তারকা ঋষভ পন্থের (Rishabh pant) গাড়ি দুর্ঘটনার (car accident) খবরে সাড়া দেশ নড়ে গিয়েছে। তিনি রোহিত শর্মার (Rohit Sharma) দলের নামী সদস্য। দুবাইতে গিয়েছিলেন এম এস ধোনির সঙ্গে বড়দিনের উৎসব পালন করতে। ফিরে এসে তিনি দিল্লি থেকে উত্তরাখণ্ডে ফিরছিলেন (driving) নিজের বাড়িতে। ভেবেছিলেন ইংরাজি নববর্ষের শুরুতে পরিবারের সদস্যদের সারপ্রাইজ দেবেন। কিন্তু এমন ভয়াবহ ঘটনা ঘটে যাবে, সকলের ভাবনার বাইরে ছিল।
একদিকে ঋষভের শারীরিক বিষয়ে বারবার খোঁজখবর নিচ্ছেন দেশের ক্রিকেট সমর্থকরা। ঋষভের নামে দেশের বিভিন্ন শহরে ফ্যান ক্লাব পর্যন্তও রয়েছে। পাশাপাশি তিনি কী গাড়ি করে সফর করছিলেন, সেই নিয়েও কৌতূহল রয়েছে।
ঋষভ চালাচ্ছিলেন নিজের প্রিয় মার্সিডিজ-বেঞ্জ জিএলসি মডেলের গাড়ি। ঋষভের যখন ১৯ বছর বয়স, ২০১৭ সালে তিনি এই গাড়িটি কিনেছিলেন ৫৬ লক্ষ টাকা দিয়ে। যার বর্তমান মূল্য এক কোটি ৪০ লক্ষ টাকা।
দুই লিটারের পেট্রল ইঞ্জিন ও ২.২ লিটারের ডিজেল ইঞ্জিন বিশিষ্ট গাড়িটির অত্যাধুনিক এয়ারব্যাগও ছিল। সেটি সময়মতো বেরিয়ে আসতেই বড়রকমের বিপত্তি রোধ করা গিয়েছে। সিসিটিভি ফুটেজে এও দেখা গিয়েছে, ঋষভ গাড়িটি চালাচ্ছিলেন ১২৬ কিমি গতিবেগে।
দুর্ঘটনার সময় ঋষভ ঘুমিয়ে পড়েছিলেন। তাঁর চোখ লেগে গিয়েছিল, কিন্তু গাড়িটি অত্যন্ত দ্রুতবেগে ডিভাইডারে ধাক্কা মারে। এত জোরে ধাক্কা লাগে যে ঋষভ রাস্তার এপারে চলে এসেছিলেন। তিনি উইন্ডস্ক্রিন ভেঙে গাড়ি থেকে দ্রুত বেরিয়ে না এলে প্রাণহানি ঘটতে পারত। কারণ দেখা যায়, ভারতের নামী উইকেটরক্ষক ব্যাটসম্যান গাড়ি থেকে নেমে আসার পরেই সেটিতে আগুন ধরে গিয়েছিল।
রুরকির কাছে এই দুর্ঘটনার পরেও ঋষভ পুলিশ আধিকারিক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা পর্যন্ত বলেছেন। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, শুক্রবার ভোরবেলায় এই ভয়াবহ ঘটনার পরে ঋষভকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তাঁর শরীরের বিভিন্ন অংশ পুড়ে গিয়েছে। ভারতীয় বোর্ড মারফৎ জানানো হয়েছে, ঋষভের চিকিৎসার যাবতীয় খরচ তারা বহন করবে। প্রয়োজনে ঋষভকে বিদেশে পাঠানোও হতে পারে।
ঋষভ কোথায় কতটা চোট পেয়েছেন, পায়ের কী অবস্থা ক্রিকেটারের, জানাল বিসিসিআই