শেষ আপডেট: 30th December 2022 04:20
দ্য ওয়াল ব্যুরো: রুরকির কাছে ভয়াবহ দুর্ঘটনার (Accident) কবলে পড়েছে ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থের গাড়ি (Rishabh Pant)। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর গাড়িটি দুর্ঘটনার জেরে দুমড়ে মুচড়ে গিয়েছে। গাড়িতে আগুনও ধরে গিয়েছে।
জানা যাচ্ছে, শুক্রবার সকালে মার্সিডিজ গাড়ি নিজেই চালিয়ে দিল্লি থেকে উত্তরাখণ্ডের দিকে যাচ্ছিলেন পন্থ। পথে রুরকির কাছে হাইওয়েতে দুর্ঘটনা ঘটে। সূত্রের খবর, গাড়ি চালাতে চালাতে ঘুমে ঢুলছিলেন পন্থ (Sleeped while driving)। তাঁর চোখ বুজে এসেছিল। তার পরেই নিয়ন্ত্রণ হারায় চার চাকা।
একটি ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় পন্থের গাড়ি। মুহূর্তে গাড়িতে আগুন ধরে যায়। কোনও রকমে জানলার কাচ ভেঙে গাড়ি থেকে বেরিয়ে আসেন পন্থ।
সূত্রের খবর, পন্থের মাথার পিছনে চোট লেগেছে। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছে পুলিশ। দেরাদুনের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
পেলে বলে রাগানো হতো তাঁকে, ঘুষি মেরে মুখ ফাটিয়েছিলেন বন্ধুর! আসল নামটি কী