শেষ আপডেট: 1st April 2023 19:09
দ্য ওয়াল ব্যুরো: দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) বিশেষ সম্মান জানাল ঋষভ পন্থকে (Rishabh Pant)। পথ দুর্ঘটনায় আহত হয়ে দিল্লির বাড়িতে রয়েছেন দিল্লি দলের আসল ক্যাপ্টেন। যিনি কয়েকদিনের মধ্যে লড়াই করে উঠে দাঁড়িয়ে ফের ক্রিকেট মাঠে আসার চেষ্টা করছেন।
ঋষভের সেই লড়াইকে কুর্নিশ জানাতে সৌরভ গঙ্গোপাধ্যায়-রিকি পন্টিংয়ের দিল্লি দল বিশেষ সম্মান দিলেন। ঋষভের জার্সি দিল্লি ডাগআউটে রেখে সবাইকে চমকে দিয়েছে।
এমনিতেই দিল্লি ক্রিকেট সংস্থা জানিয়েছিল ঘরের মাঠে যেদিন খেলবে দল, সেদিন বিশেষ ব্যবস্থা হবে নামী উইকেটরক্ষক ব্যাটারের জন্য। তিনিই দলের আসল দলনেতা, তাঁর বদলে এবার দিল্লি দলকে নেতৃত্ব দিচ্ছেন ডেভিড ওয়ার্নার।
এ দিনের ম্যাচে দিল্লি দল তাদের ডাগআউটে ঋষভের জার্সি ঝুলিয়ে রাখে একটি চেয়ার ছেড়েই। সৌরভরা দেখাতে চেয়েছিলেন শারীরিকভাবে না হলেও মানসিকভাবে তাদের সঙ্গে রয়েছেন পন্থ। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে।
মরশুম শুরুর আগেও দলের প্রধান কোচ রিকি পন্টিং বেশ কয়েকবার ঋষভের জন্য বিশেষ কিছু করার কথা বলেছিলেন। তিনি বলেছিলেন পন্থকে তিনি দেখতে চান দলের ডাগআউটে, কিন্তু এই ভাবে তাঁকে মনে করা হবে, কেউই ভাবতে পারেননি।