শেষ আপডেট: 4th April 2023 15:27
দ্য ওয়াল ব্যুরো: পথ দুর্ঘটনার চার মাস পরে মাঠে এলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। তিনি মঙ্গলবার দিল্লির (Delhi) কোটলার গ্যালারিতে বিশেষ আসনে বসলেন। আগে থেকেই পরিকল্পনা ছিল ঋষভ এলে কী করে তাঁকে বসানো হবে। ভারতীয় দলের নামী উইকেটরক্ষক এলেন হাতে ক্রাচ নিয়ে।
এদিন দিল্লি খেলছে হার্দিকের গুজরাতের বিপক্ষে। ঋষভ নিয়ে আগে থেকেই আবেগ ছিল দলের। তিনি মাঠে পৌঁছে সরাসরি চলে যান গ্যালারির বিশেষ আসনে। তাঁর পাশে ছিলেন দিল্লি ক্রিকেট সংস্থার শীর্ষ কর্তা। তিনি বলেই ছিলেন, ঋষভকে দিল্লির বাড়ি থেকে নিজেরাই গাড়ি করে স্টেডিয়ামে আনার ব্যবস্থা করবেন। সেই মতোই ঋষভ আসতেই তাঁকে ধরে নিয়ে ওই আসনে বসানো হয়।
গত ম্যাচে ঋষভের জার্সি দিল্লি ডাগআউটে টাঙানো হয়েছিল। আজ সেটি দেখা যায়নি। কারণ বোর্ড এই বিষয়ে দিল্লিকে জানিয়ে দিয়েছিল ঋষভের জার্সি যেন না টাঙানো হয়। একমাত্র প্রয়াত ক্রিকেটারের ক্ষেত্রেই এমনটি করা যেতে পারে।
ঋষভ একটা আসনে কিছুক্ষণ বসার পরে নিজেই হেঁটে দেখা করতে যান দিল্লি দলের আধিকারিকদের সঙ্গে। এমনকী মাঠে ছিলেন আইপিএলের চেয়ারম্যান রাজীব শুক্লা। তাঁর সঙ্গেও কথা বলেছেন। সারা মাঠ সেইসময় ঋষভের দ্রুত আরোগ্য কামনা করে চিৎকার করছে, ঋষভ গেট ওয়েল সুন, আপনি দ্রুত সুস্থ হোন।
আইপিএলে অভিষেক বাংলার অভিষেকের, ঋষভের গ্লাভসে হাত গলাচ্ছেন বঙ্গসন্তান