শেষ আপডেট: 28th June 2023 16:31
দ্য ওয়াল ব্যুরো: ঋষভ পন্থ আচমকাই বুধবার সন্ধ্যা থেকে ট্রেন্ডিং হতে শুরু করে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় তাঁর যে অ্যাকাউন্ট রয়েছে, সেখানে জন্মতারিখ বদলে ফেলা হয়েছে। যে তারিখ দেওয়া হয়েছে, তাতে ভারতের উইকেটরক্ষক ব্যাটারের জন্ম পাঁচ মাস দেখাচ্ছে।
অনেকেই প্রশ্ন তুলেছেন, তা হলে কি ঋষভের অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে। কে ওইভাবে জন্মতারিখ লিখল? আর সেটি দ্রুত শুধরেই দেওয়া হল না কেন! এই নিয়ে আলোচনা চলতে থাকে।
বাঁহাতি ব্যাটসম্যান নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে তাঁর জন্মদিনের তারিখটি ৫ জানুয়ারি, ২০২৩ এ পরিবর্তন করেছেন। আপডেট করা সোশ্যাল মিডিয়া প্রোফাইল অনুসারে, ঋষভ পন্তের বয়স মাত্র পাঁচ মাস। যদিও ঋষভ পন্তের আসল জন্ম তারিখটি হল ১৯৯৭ সালের ৪ অক্টোবর। এই তথ্য অনুসারে তাঁর বয়স ২৫ বছর।
যদিও খোঁজ নিয়ে জানা গিয়েছে, ঋষভ ইচ্ছে করেই এই তারিখটি দিয়েছেন। কারণ পথ দুর্ঘটনার পরে তিনি ওই দিনই নতুন জীবন পেয়েছিলেন। তাই ওই দিনকে নিজের নতুন জন্মতারিখ হিসেবে বোঝাতে চেয়েছেন। মৃত্যু খুব কাছ থেকে দেখেছিলেন তিনি।