শেষ আপডেট: 2nd January 2023 07:59
দ্য ওয়াল ব্যুরো: গত ৩০ ডিসেম্বর ভোররাতে ভয়াবহ দুর্ঘটনায় আহত হন ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant Heath Update)। তাঁর মাথা ও মেরুদণ্ডের চোট নিয়ে চিন্তা ছিল সকলের। যদিও এমআরআইয়ের পর জানা গেছে, চোট মারাত্নক নয়। তবে যেসব জায়গায় ক্ষত আছে সেখানে প্লাস্টিক সার্জারি করা হবে।
দুর্ঘটনার তিনদিন পর কেমন আছেন ভারতীয় ক্রিকেটার?
দেরাদুনের ম্যাক্স হাসপাতালে চিকিৎসা চলছে ঋষভের। হাসপাতালের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখছে দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশন। সোমবার দিল্লি ক্রিকেট বোর্ডের ডিরেক্টর শ্যাম শর্মা জানিয়েছেন, 'ঋষভ তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছেন। তবে ইনফেকশনের ভয়ে বাঁ হাতি ব্যাটসম্যানকে হাসপাতালের প্রাইভেট কেবিনে রাখা হয়েছে।' পন্থের চিকিৎসায় সবরকম সাহায্য করবে উত্তরাখণ্ড সরকার, রবিবার এমনই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
শনিবার ম্যাক্স হাসপাতালে ২৫ বছর বয়সি ক্রিকেটারকে দেখতে গিয়ে দিল্লি ক্রিকেটের কর্তারা জানিয়েছিলেন, দেরাদুন থেকে তাঁকে দিল্লিতে স্থানান্তর করার বিষয়ে সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। তবে বিসিসিআইয়ের চিকিৎসকরা নিয়মিত খোঁজ রাখছেন। যদিও দিল্লি নিয়ে আসার ব্যাপারে সোমবার সকাল পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
প্রসঙ্গত, মায়ের সঙ্গে দেখা করতে শুক্রবার দিল্লি থেকে মার্সিডিজ চালিয়ে দেরাদুনের দিকে যাচ্ছিলেন ঋষভ। রুরকির কাছে ডিভাইডারে ধাক্কা মারে ভারতীয় ক্রিকেট দলের উইকেট কিপারের গাড়ি (Rishabh Pant Accident)। তারপরেই গাড়িটিতে আগুন লেগে যায়।
কোনওরকমে কাচে জানলা ভেঙে বাইরে বের হন পন্থ। তাঁকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে রুরকির একটি হাসপাতালে নিয়ে যান। তারপর নিয়ে যাওয়া হয় দেরাদুনের ম্যাক্স হাসপাতালে।
রক্তাক্ত, দগ্ধ ঋষভ পন্থকে হাসপাতালে পাঠান স্থানীয়রা! সকলকে সম্মান জানাবে উত্তরাখণ্ড পুলিশ