দ্য ওয়াল ব্যুরো: প্রযুক্তির পরিসরে ভারতে গোটা বাজারই প্রায় দখল করে রেখেছে মুকেশ অম্বানীর সংস্থা রিল্যায়ান্স ইন্ডিয়া লিমিটেড। দেশবাসীর হাতে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা আগেই তুলে দিয়েছে রিল্যায়ান্স জিও, দেশের ডেটা পরিষেবার খোলনলচেও বদলে দিয়েছে মুকেশ অম্বানীর সংস্থা। ‘ইনোভেটর ম্যাগাজিন’-এ মুকেশ অম্বানীর ভূয়সী প্রশংসা করে এমনটাই বলেছেন সিসকো সিইও জন টি চেম্বারস।
বিশ্বব্যাপী সবথেকে বড় নেটওয়ার্কিং সংস্থা সিসকো সম্প্রতি গুগলের সঙ্গে হাত মিলিয়ে সমগ্র বিশ্বে তথা ভারতে চালু করতে চলেছে বিনামূল্যের ওয়াই-ফাই পরিষেবা। টুইট করে সিসকো সিইও বলেছেন, ‘‘ইনোভেটর ম্যাগাজিনে মুকেশ অম্বানী ও রিল্যায়ান্সের জার্নি পড়ে আমি মুগ্ধ। প্রযুক্তির জগতে মুকেশ অম্বানী এক উদাহরণ তৈরি করেছেন। তাঁর একের পর এক সাহসী সিদ্ধান্ত কোম্পানিকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে।’’
https://twitter.com/JohnTChambers/status/1227288043918200835
৪জি পরিষেবায় বিপ্লব এনেছে রিল্যায়ান্স জিও। জিও সস্তায় ৪-জি পরিষেবা দেওয়ার ঘোষণার পরেই বাকি টেলিকম সংস্থাও জলের দরে ডেটা অফার দিতে শুরু করে। কিন্তু, জিও-র অফারের কাছে কার্যত কুপোকাত দেশের বাকি টেলিকম সংস্থাগুলি। হালে ৫জি স্পেকট্রামের দিকে ঝুঁকেছে মুকেশ অম্বানীর সংস্থা। ইতিমধ্যেই সংস্থা ভবিষ্যতের মোবাইল কানেক্টিভিটি প্রযুক্তিতে বিনিয়োগ করেছে। যার জন্য, জিও-র পরিষেবায় পাওয়া যায় মোবাইল ভিডিও নেটওয়ার্কের মতো সুবিধা, ভয়েসওভার আইপি-র মতো ফিচার।
রিল্যায়ান্স জিও-র আরও একটা বড় সংযোজন হল জিও ফাইবার। রিল্যায়ান্স কর্ণধার জানিয়েছিলেন, বিশ্বে যে দামে ডেটা পরিষেবা দেওয়া হয়, তার এক দশমাংশ দামে সাধারণ মানুষের কাছে জিয়ো ফাইবার পরিষেবা পৌঁছে দেবেন তাঁরা। এতে নূন্যতম খরচ পড়বে ৭০০ টাকা। তাতে ১০০ এমবিপিএস গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন সাধারণ মানুষ। সর্বোচ্চ খরচ ১০ হাজার টাকা। সে ক্ষেত্রে ১ জিবিপিএস গতিতে ইন্টারনেট ব্যবহার করা যাবে। এর মাধ্যমে আজীবন দেশের যে কোনও প্রান্তে বিনামূল্যে ভয়েস কল করতে পারবেন গ্রাহকরা।