শেষ আপডেট: 11th December 2024 08:56
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর বিরুদ্ধে এবার বড় অভিযোগ আরজি করের নির্যাতিতা চিকিৎসকের বাবা-মায়ের। আদালতের নির্দেশেই আরজিকর কান্ডের তদন্তে নেমেছে সিবিআই। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি ছিল।
টিভির পর্দায় শুনানি দেখার পর সিবিআই এর বিরুদ্ধে মিথ্যে কথা বলার অভিযোগে সরব হয়েছেন তাঁরা। নির্যাতিতার বাবা-মায়ের কথায়, "সিবিআই এর মতো একটি সংস্থার আধিকারিকরা যে আদালতে দাঁড়িয়ে এভাবে মিথ্যে কথা বলবেন, সেটা দেখে চমকে উঠেছি। আদালতে সিবিআই বলেছে, ওরা নাকি সব সময় আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে! কিন্তু কোথায় যোগাযোগ?"
খানিক থেমে জবাবও দিয়েছেন। একরাশ ক্ষোভ উগড়ে বলেন, "সিবিআই আমাদের বলেছিল যে চার্জশিট জমা দেওয়ার আগে আমাদের জানাবে। কিন্তু কিছু জানায়নি। এমনকী সাপ্লিমেন্টারি চার্জশিট ওরা কবে জমা দেবে, সে নিয়ে বারবার মেসেজ করে জানতে চাওয়া হলেও ওরা আমাদের কিছু জানায়নি।"
তাঁদের অভিযোগ, তদন্ত প্রক্রিয়া সম্পর্কে পুরোপুরি অন্ধকারে রেখে আদালতে মিথ্যে কথা বলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
গত ৮ অগস্ট গভীর রাতে আরজি করের সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল ডাক্তারি ছাত্রীর রক্তমাখা দেহ। ধর্ষণের পর তাঁকে নৃশংসভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ। নির্যাতিতার মা-বাবা বলেন, "সেই রাতে মেয়েটার সঙ্গে কী ঘটেছিল, কেন এভাবে আমার মেয়েকে মেরে ফেলা হল, আমরা তো এটুকু জানতে চাই এবং যারা দোষী তাদের কঠোরতম শাস্তি। কিন্তু সেই জায়গায় তো আজও আমরা অন্ধকারে।"
মঙ্গলবার আরজিকর মামলার শুনানি তিন মাস পিছিয়ে যাওয়ায় তাXরা যে কিছুটা হতাশ তাও স্পষ্টাস্পষ্টি বলেছেন নির্যাতিতার বাবা-মা। তবে এও জানিয়েছেন, লড়াই ছাড়ছেন না তাঁরা। নির্যাতিতার মায়ের কথায়, "কিছুটা হতাশ হয়েছি ঠিকই তবে আশা হারাচ্ছি না> কারণ বিচার না পেলে মেয়েটা শান্তি পাবে না।"