শেষ আপডেট: 3rd November 2024 23:12
দ্য ওয়াল ব্যুরো: আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার তিন মাস হতে চলল। এখনও বিচার মেলেনি। রবিবার ভাইফোঁটার দিন নির্যাতিতার বাড়িতে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 'বোনের' মর্মান্তিক পরিণতির জন্য যারা দায়ী তাদের উপযুক্ত শাস্তি এবং 'বোন'কে বিচার দিতে 'দাদা' শুভেন্দুর কাছে অনুরোধ করলেন নির্যাতিতার বাবা-মা।
এদিন নির্যাতিতার বাড়িতে তাঁর বাবা-মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন কৌস্তভ বাগচী, তাপস রায়-সহ দলের অন্যান্য কর্মী-সমর্থকরা। সেখানেই শুভেন্দুর কাছে নির্যাতিতা 'বোনের' বিচারের দাবি তোলে আরজি করের নিহত চিকিৎসকের পরিবার।
শুভেন্দু জানান, 'আমি একাধিকবার মঞ্চ থেকে, প্রতিবাদ মিছিল থেকে নির্যাতিতাকে বোন বলে সম্বোধন করেছি। বলেছি, বোনের বিচার চাই। তাই আজ যখন তাঁর মা-বাবার সঙ্গে দেখা করলাম, তখন তাঁরা হৃদয়স্পর্শী কথা বলেছেন। জানিয়েছেন, আমি যখন তাঁদের মেয়েকে বোন বলে ডেকেছি তখন বোনের সঙ্গে যারা এরকম নারকীয়, মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে তাদের উপযুক্ত শাস্তি দেওয়ার দায়িত্বও আমার। এর জন্য যা যা করণীয় আমি যেন তাই করি।'
তিনি আরও বলেন, 'আইনজীবী কৌস্তভ বাগচীর সঙ্গে কথা বলে তাঁরা আমার সঙ্গে দেখা করতে চান। আমি তাই এসেছিলাম। তাঁদের কথা দিয়েছি, বিচার না পাওয়া অবধি তাঁদের সঙ্গেই থাকব আমি। আমার দল।'
অমিত শাহের সঙ্গে দেখা না হওয়া প্রসঙ্গে শুভেন্দুকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এ ব্যাপারে নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে কী কথা হয়েছে তা জনসমক্ষে বলতে চান না। তিনি দলের কর্মী হিসেবে এটুকু তাঁদের জানিয়েছেন যে কেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেখা করতে পারেননি।