শেষ আপডেট: 20th January 2025 13:36
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর মামলায় গত শনিবারই সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে আদালত। ফলে শাস্তি ঘোষণা এখন শুধুই সময়ের অপেক্ষা। এমন অবস্থায় সঞ্জয়ের ফাঁসি ঠেকাতে আদালতে মরিয়া চেষ্টা করতে দেখা গেল তাঁর আইনজীবীকে।
শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাসের এজলাসে চলছে আরজি কর মামলার শুনানি। সোমবারও সঞ্জয় দাবি করেছে, সে নির্দোষ। তাকে ফাঁসানো হচ্ছে।
এ ব্যাপারে দু'পক্ষের বক্তব্য শোনার পর আদালত দুপুর পৌনে তিনটেয় রায় ঘোষণার কথা জানিয়েছে। এমন পরিস্থিতিতে সঞ্জয়ের মৃত্যুদণ্ড ঠেকাতে আদালতে তার আইনজীবীর ব্যাখ্যা, বিভিন্ন আদালতে মৃত্যুদণ্ড সমালোচিত হয়েছে। তাই বিকল্প শাস্তি দেওয়া হোক অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড।
নিজের দাবির সপক্ষে আইনজীবীর ব্যাখ্যা, "শীর্ষ আদালত বলছে কোন কোন ক্ষেত্রে বিরলতম নয়। সেটা দেখতে হবে। যেখানে রিফর্ম করার আর জায়গা নেই সেখানে। আদালতকে দেখাতে হবে কেন রিফর্ম হবার সুযোগ নেই।"
সিবিআইয়ের তরফে অবশ্য পরিষ্কারভাবে এদিনও সঞ্জয়ের ফাঁসির দাবি জানানো হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বক্তব্য, যেভাবে কর্মরত এক মহিলা চিকিৎসককে তাঁর কর্মস্থলে ধর্ষণ খুন করা হয়েছে, তাতে এটি বিরলতম অপরাধ। তাই অপরাধীর বিরল শাস্তি দেওয়া হোক।
দু'পক্ষের বক্তব্য শোনার পর আদালত কী রায় দেয়, সেদিকেই তাকিয়ে সব মহল।