কুণাল ঘোষ।
শেষ আপডেট: 6th November 2024 20:46
দ্য ওয়াল ব্যুরো: আরজি করের মামলা নিয়ে মঙ্গলবার দুপুরে সুপ্রিমকোর্টে শুনানি হওয়ার কথা ছিল। পরে মামলার শুনানি পিছিয়ে বুধবার সকাল ১০টায় নির্ধারণ করা হয়। ১০টার পরিবর্তে দুপুরে এবং সবশেষে তা পিছিয়ে বৃহস্পতিবার করা হয়েছে।
এভাবে সুপ্রিম কোর্টে বার বার মামলা পিছিয়ে যাওয়া নিয়ে বিভিন্ন মহলে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। মামলা একের পর একদিন পিছিয়ে যাওয়া নিয়ে কিছুটা বিভ্রান্ত জুনিয়র চিকিৎসকদের একাংশ থেকে শুরু করে নির্যাতিতার পরিবারও।
তবে এ ব্যাপারে সম্পূর্ণ ভিন্ন মত শাসকদলের। তৃণমূল নেতা কুণাল ঘোষ এদিন সন্ধেয় এক ভিডিও বার্তায় বলেন, সুপ্রিমকোর্টের শুনানি পিছিয়ে যাওয়া নিয়ে একটা বিরূপ ধারণা তৈরির চেষ্টা হচ্ছে। জেনে হোক বা না জেনে, বিচারে দেরি হচ্ছে বলে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।
কুণাল বলেন, একটি মহল থেকে ধারাবাহিক নেগেটিভ ছড়ানো হচ্ছে। সুপ্রিম কোর্টের মামলা রিসিডিউল হবে কি না, এটার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। যারা বিচারের সঙ্গে গোলাচ্ছেন, তাদের বলছি বিচারটা হচ্ছে কিন্তু শিয়ালদহর ট্রায়াল কোর্টে, সুপ্রিম কোর্টে নয়।
প্রসঙ্গত, কুণালের দাবির সঙ্গে সহমত আইন বিশেষজ্ঞরাও। আদালত সূত্রের খবর, আরজি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুন কাণ্ডে ইতিমধ্যে শিয়ালদহ আদালতে চার্জশিট পেশ করেছে সিবিআই। ১১ নভেম্বর থেকে ধারাবাহিকভাবে শুরু হবে মামলার শুনানি।
ওই মহলের মতে, সুপ্রিমকোর্ট মামলার মনিটরিং করছে মাত্র। অর্থাৎ ন্যায় বিচারের প্রক্রিয়া পুরোটা চালু আছে শিয়ালদহ কোর্টে। ফলে মূল বিচারের সঙ্গে সুপ্রিমকোর্টের শুনানি পিছিয়ে যাওয়ার কোনও সম্পর্ক নেই।