আরজি করে বিক্ষোভ জুনিয়র ডাক্তারদের
শেষ আপডেট: 5th October 2024 15:34
দ্য ওয়াল ব্যুরো: ‘থ্রেট কালচারে’ জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতেই হবে। শনিবার কলেজ কাউন্সিলের বৈঠকের আগে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভে সকাল থেকেই উত্তাল আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। এদিন কলেজ কাউন্সিলের বৈঠকের পরই নোটিফিকেশন জারি করা হবে প্রিন্সিপালের পক্ষ থেকে।
আরজি কর হাসপাতালে 'থ্রেট কালচার' রুখতে আগেই তৎপর হয়েছে কর্তৃপক্ষ। কিন্তু বৃহস্পতিবার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ তৃণমূল নেতা আশিস পাণ্ডেকে গ্রেফতারের পর পরিস্থিতি আরও উত্তাল হয়ে ওঠে।
আরজি কর হাসপাতালে থ্রেট সিন্ডিকেটের বিরুদ্ধে সাত সদস্যের তদন্ত কমিটি তাদের রিপোর্ট পেশ করেছে। শনিবার বৈঠকের আগে জুনিয়র ডাক্তারদের দাবি, শুধু আশিস পাণ্ডেই নয়, ঘটনায় যাদের নাম উঠে এসেছে সবাইকেই গ্রেফতার করতে হবে।
তদন্ত কমিটির পর্যবেক্ষণে উঠে এসেছে, ৫৯ জন জুনিয়র ডাক্তার, যার মধ্যে ইন্টার্ন, পিজিটি, এমবিবিএস পাঠরত ছাত্রছাত্রীদের বিরুদ্ধে অভিযোগ ছিল। এদের মধ্যে চার থেকে পাঁচজনকে বাদ দিয়ে, বাকি সকলেই অভিযুক্ত বলে প্রমাণিত।
আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো এদিন জানান, ‘৯ তারিখের ঘটনা এবং কলেজের পরিবেশ যারা লাগাতার নষ্ট করে চলেছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। আশিস পাণ্ডের মতো ‘থ্রেট কালচারে’ যারা জড়িত তাদের সবাইয়ের বিরুদ্ধে আজই ব্যবস্থা নিতে হবে। তা না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অনিকেত।