শেষ আপডেট: 21st October 2024 23:02
দ্য ওয়াল ব্যুরো: আরজি করের থ্রেট কালচার নিয়ে এবার বড় প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি থ্রেট কালচারের অভিযোগে আরজি কর মেডিক্যাল থেকে ৪৭ জন পড়ুয়াকে সাসপেন্ড করেছেন অধ্যক্ষ।
সোমবার নবান্নের সভা ঘরে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, "ডায়মন্ড হারবারে কাকে সাসপেন্ড করা হয়েছে বলে তোমরা বলছো প্রিন্সিপালকে ঘেরাও করবে। আরজি করের মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল তো এখানে উপস্থিত আছেন। আপনিও তো ৪৭ জনকে সাসপেন্ড করেছেন। স্বাস্থ্য দফতরকে জানিয়েছিলেন? কাউকে না জানিয়ে একা একা সিদ্ধান্ত নিয়ে নিলেন! এটা থ্রেট কালচার নয়?"
কেন একথা বলছেন, তাঁর ব্যাখ্যাও দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান, "তদন্ত কমিটি রয়েছে, অভিযোগ থাকলে সেখানে জানান। তাঁরা তদন্ত করে দেখবে। তা না করে এভাবে কারও শিক্ষাগত ভবিষ্যৎ নষ্ট করা হোক, আমি চাই না। কারণ, ডাক্তারিতে চান্স পেতে একটা ছেলে বা মেয়েকে অনেক কষ্ট করতে হয়।"
এসময় আন্দোলনকারীদের অন্যতম মুখ অনিকেত মাহাতো বলেন, "ম্যাডাম ওরা নটোরিয়াস ক্রিমিনাল। গত ২বছর ধরে আরজি করের অধ্যক্ষর (প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ) ঘরে ঢুকতে হলে ২ ঘণ্টা ধরে অপেক্ষা করতে হত।"
অনিকেতকে থামিয়ে দিয়ে মমতা বলেন, "আমি ক্রিমিনালের পক্ষেও নই, ধর্ষকের পক্ষেও নই। কিন্তু তোমরা আগে জানাওনি কেন? যেখানকার সমস্যা সেখানকার কেউ যদি মুখ না খোলে আমরা জানব কী করে?"
পরে কিছুটা নরম সুরে অনিকেতদের উদ্দেশে মুখ্যমন্ত্রীব এও বলেন, "আমরা তো শুধু তোমাদের একা দোষ দেব না। আমাদেরও হয়তো কোনও ভুল ছিল বা ত্রুটি ছিল। যার জন্য তোমাদের এই জায়গায় (আন্দোলন) যেতে হয়েছে।"
মুখ্যমন্ত্রী বলেন, 'আমরা তো চায় না একজনও ছাত্র বা ছাত্রীর ওপর ব়্যাগিং হোক। এই যে যাদবপুরের ছেলেটা তো ব়্যাগিংয়ের জন্য মারা গেল। আমরা ছোট থেকেই একটা সিস্টেমের কথা শুনে এসেছি, সিনিয়ররা নাকি জুনিয়রদের ব়্যাগিং করে। সব জায়গায় হয়তো নয়, কিন্তু কিছু জায়গায় এখনও আছে। আমাদের মধ্যে অনেকের মানসিকতা এখনও বদলায়নি, এগুলো বদলাতে হবে।'
এরপরই রাজ্যের সমস্ত মেডিক্য়াল কলেজের অধ্যক্ষ এবং সুপারদের উদ্দেশে রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, "এবার থেকে কাউকে সাসপেন্ড করার আগে আমাদের (স্বাস্থ্য দফতরকে) জানাবেন। তদন্ত কমিটি অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেবে।"
অভিযোগ জানানোর জন্য প্রতিটি হাসপাতাল, মেডিক্যাল কলেজে এবার থেকে একটি 'ওপেন ডেস্ক' চালু করার কথাও বলেন মমতা। এও বলেন, "অলরেডি গ্রিভান্স সেল , টাক্স ফোর্স রয়েছে। মাসে একটা করে রিভিউ মিটিং করতে হবে। সকলকে থ্রেট কালচার মুক্ত করতে হবে। কেউ কাউকে যেন থ্রেট না করে।"