শেষ আপডেট: 10th December 2024 20:04
দ্য ওয়াল ব্যুরো: আরজি করে ডাক্তারি ছাত্রী খুনের ঘটনায় ইতিমধ্যে নিম্ম আদালতে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। তাতে নাম রয়েছে শুধুমাত্র সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের।
তবে অদূর ভবিষ্যতে অতিরিক্ত চার্জশিটে নাম জুড়তে পারে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের নাম। মঙ্গলবার শীর্ষ আদালতে আরজি কর মামলার শুনানিতে এমনই ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার এজলাসে এদিন ছিল আরজি কর মামলার শুনানি। মামলায় সিবিআইয়ের তরফে আদালতে সওয়াল করেন কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল তুষার মেহতা।
আদালতে মেহেতা জানান, আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় দুই অভিযুক্ত সরকারি পদে ছিলেন। এ ব্যাপারে রাজ্যের অনুমতি চেয়ে গত ২৭ নভেম্বর রাজ্যকে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু এখনও রাজ্য এ ব্যাপারে কোনও পদক্ষেপ করেনি।
যদিও এই সংক্রান্ত কোনও চিঠি রাজ্য পাইনি বলে আদালতে দাবি করেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। এরপরই এবিষয়ে দ্রুত পদক্ষেপের জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ।
আইনজীবীদের মতে, এবার অভিযুক্ত সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে রাজ্যের অনুমতি পাওয়ার ক্ষেত্রে সিবিআইকে খুব একটা সমস্যায় পড়তে হবে না। কারণ, স্বয়ং প্রধান বিচারপতির বেঞ্চ এ ব্যাপারে রাজ্যকে দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়েছে।
সেক্ষেত্রে আগামীদিনে মূল চার্জশিটে এই দুই অভিযুক্তের নামও জুড়তে পারে বলে মনে করছেন আইনজীবীদের অনেকে। কারণ, গত ২৯ নভেম্বর নিম্ন আদালতে চার্জশিট পেশ করেছে সিবিআই। তাতে নাম রয়েছে শুধুমাত্র সঞ্জয় রায়ের। তার দু'দিন আগেই সন্দীপ-অভিজিতদের বিরুদ্ধে পদক্ষেপের জন্য রাজ্যের অনুমতি চেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।