শেষ আপডেট: 15th September 2024 08:50
দ্য ওয়াল ব্যুরো: আরজি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুনের ঘটনায় তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে শনিবার রাতে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। এরপরই এ নিয়ে ফেসবুক পোস্টে বড়সড় অভিযোগ আনলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
সম্প্রতি টালা থানার ওসি অসুস্থ হলেও তাঁকে কলকাতার একাধিক বেসরকারি হাসপাতাল ভর্তি নিতে অস্বীকার করে বলে অভিযোগ ওঠে। ওই ঘটনায় নবান্নের সাংবাদিক বৈঠক থেকে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালগুলির প্রতি ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছিল রাজ্যের প্রশাসনিক প্রধানকে। প্রশাসনের শীর্ষ কর্তাদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেছিলেন, "পুলিশের একজন ওসি, সেও তো পেশেন্ট। যারা রিভিউজ করেছিল.তাদের বিরুদ্ধে কী অ্যাকশন .হয়েছে?"
নবান্নের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর বক্তব্যের ওই অংশটুকু পোস্ট করে ফেসবুক পোস্টে দিলীপের অভিযোগ, 'এই সেই টালা থানার গুণধর ওসি যার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বারবার গলা ফাটিয়েছিলেন।'
একই সঙ্গে অভিযুক্তদের আড়াল করার অভিযোগ এনে ফেসবুক পোস্টে দিলীপ লেখেন, 'শরীরে কোনও রোগ না পাওয়ায় যে হাসপাতালগুলি তাকে ভর্তি নিতে অস্বীকার করায় তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিতে বলেন অথচ অভয়ার খুনিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূর তাদের বাঁচানোর চেষ্টা করেছেন।'
অতীতে সিবিআইয়ের জেরা এড়াতে তৃণমূলের অনেক নেতা-মন্ত্রী সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে অভিযোগ উঠেছিল। সেই প্রসঙ্গও নতুন করে টেনে দিলীপ ফেসবুক পোস্টে লিখেছেন, 'এর আগেও একাধিকবার মদন মিত্র, অনুব্রত মন্ডল, ববি হাকিম সহ একাধিক নেতা বারবার হাসপাতালে ভর্তি হয়েছে গ্রেফতারি থেকে বাঁচার জন্য। কিন্তু এভাবে আর নিস্তার পাওয়া যাবে না।'
আরজি করে ডাক্তারি ছাত্রীর ধর্ষণ-খুনের ঘটনায় আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে প্রথম থেকেই সরব আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। সন্দীপকে আগেই আরজি করের দুর্নীতিতে গ্রেফতার করেছিল সিবিআই। এবার ছাত্রী খুনে প্রমাণ লোপাটের অভিযোগে শনিবার সন্ধেয় টালা থানার ওসি এবং আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে গ্রেফতার করেছে সিবিআই।
প্রসঙ্গত, সম্প্রতি আরজি করের ডাক্তারি ছাত্রী খুনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল শীর্ষ আদালতও। এমনকী টালা থানার ওসিকে সুপ্রিমকোর্টে উপস্থিত হওয়ার নির্দেশও দিয়েছিল আদালত। হাজিরা এড়াতে সে সেময় তিনি বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হন বলে অভিযোগ। এমনকী সে সময় 'চলুন, দেখা করে আসি', স্লোগান দিয়ে টালা থানার ‘অসুস্থ ওসি’কে দেখতে মিছিলের আয়োজনও করেছিল নাগরিক মঞ্চ।