এবার আরজি করে আর্থিক বেনিয়মের তদন্তে জেরার মুখে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ
শেষ আপডেট: 14th October 2024 16:22
দ্য ওয়াল ব্যুরো: আরজি করে আর্থিক বেনিয়মের তদন্তে এবার জেলে গিয়ে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জেরা করলেন ইডি আধিকারিকরা। সোমবার দুপুরেই প্রেসিডেন্সি সংশোধনাগারে পৌঁছে যান কেন্দ্রীয় তদন্তকারীরা।
সেখানে গিয়ে সন্দীপ-সহ তাঁর নিরাপত্তারক্ষী আশরাফ আলি খান ও বিপ্লব সিংকেও একাধিক বিষয়ে জেরা করা হয়েছে বলে সূত্রের খবর। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে খবর, তদন্তে নেমে আর্থিক লেনদেন এবং বেআইনি টেন্ডার সংক্রান্ত একাধিক বিষয় উঠে এসেছে। সে বিষয়ে এদিন তিনজনকে জেরা করেন তদন্তকারীরা।
এর আগেও প্রেসিডেন্সি জেলে গিয়ে সন্দীপ-সহ এই তিনজনকে জেরা করেছিল ইডি। ইতিমধ্যে সন্দীপ, তাঁর আত্মীয় এবং শ্বশুরবাড়ির আত্মীয়দের নামে একাধিক সম্পত্তির দলিল উদ্ধার হয়েছে। এছাড়া তাঁদের অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেআইনি আর্থিক লেনদেন হয়েছে বলে তথ্য হাতে এসেছে ইডির বলে খবর। ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত আরজি কর হাসপাতালে ওষুধ ও চিকিৎসা সামগ্রী সরবরাহে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তা থেকে এইসমস্ত টাকা এসেছে বলে মনে করা হচ্ছে।
সন্দীপের বিরুদ্ধে আগেই টেন্ডার দুর্নীতি থেকে লাশ পাচার, একাধিক অভিযোগে সরব হওয়ার জেরে আরজি কর থেকে তাঁকে সরিয়ে দেওয়ার অভিযোগ তোলেন বহরমপুর মেডিক্যালে অতিরিক্ত সুপার তথা আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। পরে কলকাতা হাইকোর্টের দ্বারস্থও হন তিনি। সেই সূত্রেই আদালতের নির্দেশে আরজি করের দুর্নীতির তদন্ত করছে সিবিআই। পরে তাতে যোগ দেয় ইডিও। ইতিমধ্যে সন্দীপ ঘোষ এবং তাঁর স্ত্রীর একাধিক সম্পত্তির হদিশ পেয়েছে ইডি। উদ্ধার হয়েছে অসংখ্য নথিও। সেই সুত্র ফের সন্দীপদের জেরা করলেন কেন্দ্রীয় তদন্তকারীরা।