শেষ আপডেট: 12th August 2023 07:32
দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনার রেশ এখনও চলছে। তার মাঝেই আরজি কর মেডিক্যাল কলেজে এক ইন্টার্নের রহস্যমৃত্যুকে (RG Kar Medical College) কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। পুলিশের প্রাথমিক অনুমান, বিষক্রিয়ার কারণেই মৃত্যু হয়ে ওই ইন্টার্নের (Intern Death)।
পুলিশ সূত্রে খবর, মৃত ডাক্তারি পড়ুয়ার নাম শুভ্রজ্যোতি দাস। জানা গিয়েছিল, তাঁর শরীরে বিষক্রিয়া হয়। শুক্রবার রাতে দরজা ভেঙে শুভ্রজ্যোতির দেহ উদ্ধার করা হয়ে।
কীভাবে শুভ্রজ্যোতির শরীরে বিষক্রিয়া হল, এই নিয়ে এখনও রহস্য রয়েছে। হাসপাতাল সূত্রে খবর, গত কয়েকদিন ধরে শুভ্রজ্যোতি কাজে আসছিলেন না। নিমতার কাছে একটা বাড়ি ভাড়া নিয়ে থাকতেন শুভ্রজ্যোতি। কিন্তু গত দু'দিন ধরে তাঁকে বাড়ির বাইরে বের হতে দেখেননি কেউ। কিছুদিন ধরেই অবসাদ সংক্রান্ত চিকিৎসার মধ্যে ছিলেন শুভ্রজ্যোতি। তিনি ডিপ্রেশনের জন্য বিশেষ ওষুধও খেতেন। তদন্ত শুরু করেছে তারা।
এদিকে, যাদবপুরের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যু ঘিরে শোরগোল পড়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের হস্টেলের এ-২ ব্লকের সামনে রক্তাক্ত অবস্থায় স্বপ্নদীপকে পড়ে থাকতে দেখতে পান আবাসিকরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রথমে দাবি করে, স্বপ্নদীপ আত্মহত্যা করেছেন। কিন্তু সেই দাবি মানতে নারাজ স্বপ্নদীপের বাবা-মা।
স্বপ্নদীপের বাবার অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে সৌরভ চৌধুরী নামে এক প্রাক্তন পড়ুয়াকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের অনুমান, স্বপ্নদীপের মৃত্যুর সঙ্গে সৌরভের যোগ থাকতে পারে।
আরও পড়ুন: যাদবপুরের এই সৌরভকে মেলাতে পারছেন না গ্রামবাসীরা, স্বপ্ন ছিল WBCS অফিসার হওয়ার