শেষ আপডেট: 1st September 2024 12:54
দ্য ওয়াল ব্যুরো: আরজিকরের ছায়া এবার গ্রামে!
আরজি কর ইস্যু নিয়ে অপপ্রচার ছড়িয়ে অশান্তি পাকানোর চেষ্টা করলে মেরে ঠ্যাং ভেঙে দেওয়া নিদান দিলেন শাসক দলের নেতা। আরজি কর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে শনিবার সন্ধেয় বাঁকুড়ার সোনামুখী ব্লকের কাশিপুর গ্রামে মিছিল করে তৃণমূল। মিছিল শেষে হয় পথসভাও। সেখান থেকেই এই হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ধানসিমলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান ইউসুফ মণ্ডলের বিরূদ্ধে।
ইউসুফ তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদকও। শনিবার সন্ধেয় পথসভা থেকে ইউসুফ বলেন, “আরজি কর কাণ্ডে দোষীদের ফাঁসি হোক সেটা আমরাও চাই। তৃণমূল কখনও অন্যায়কে প্রশ্রয় দেয় না। তা বলে বিজেপি নেতারা আরজিকর নিয়ে অপপ্রচার করলে আমরাও চুপ করে থাকব না।"
এরপরই কর্মীদের উদ্দেশ্যে ওই তৃণমূল নেতা বলেন, "আরজিকর নিয়ে বিজেপি এলাকায় অশান্তি পাকাতে এলে মেরে তাদের কোমর থেকে পা পর্যন্ত ভেঙে দেবেন। বুঝিয়ে দেবেন সোনামুখী ব্লক তৃণমূল এখনও মরে যায়নি।”
তৃণমূল নেতার এহেন হুঁশিয়ারি ঘিরে বাঁকুড়ার রাজনৈতিক মহলে জোর শোরগোল তৈরি হয়েছে। কড়া প্রতিক্রিয়া ধেয়ে এসেছে গেরুয়া শিবির থেকে। সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি বলেন, "আরজি কর নিয়ে তৃণমূল যে ভয় পেয়েছে সেটা বোঝা গিয়েছিল ছাত্রসমাবেশে মুখ্যমন্ত্রীর ভাষণ থেকেই। উনি ফোঁস করার কথা বলেছিলেন। তাতেই উৎসাহিত হয়ে তৃণমূলের গ্রামের নেতারা ঠ্যাং ভাঙার নিদান দিচ্ছেন।"
একই সঙ্গে তিনি এও বলেন, "আরজিকরের পর মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে প্রতিদিন নতুন নতুন এলাকায় বিক্ষোভ সংগঠিত হচ্ছে। ফলে তৃণমূলের এইসব ধমকানি চমকানিতে আর কোনও কাজ হবে না। বেশি বাড়াবাড়ি করলে মানুষই মেরে ওদের ঠ্যাং ভেঙে দেবে।"