শেষ আপডেট: 25th November 2024 16:29
দ্য ওয়াল ব্যুরো: এবার সংসদে আরজি কর কাণ্ডের রেশ। সোমবার থেকে সংসদে শুরু হয়েছে শীতকালীন অধিবেশন। এদিন সেখানে আরজি করের প্রসঙ্গ টেনে বাংলার মহিলা চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশেষ আইন প্রণয়নের দাবি জানান পদ্মশিবিরের সাংসদরা।
বিজেপির তরফে সংসদে এ ব্যাপারে মূলতুবি প্রস্তাব আনেন রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। গেরুয়া শিবিরের অন্যান্য সাংসদরা তা সমর্থন করেন।
গত ৮ অগস্ট মধ্যরাতে আরজি করের সেমিনার হলে দ্বিতীয় বর্ষের ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে। ঘটনার প্রতিবাদে পথে নেমেছিলেন আমজনতা। দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে পরের দিন থেকেই লাগাতার আন্দোলন শুরু করেছিলেন জুনিয়র চিকিৎসকরা। ১৪ অগস্ট মধ্যরাত থেকে একাধিকবার রাত দখলের কর্মসূচিও পালিত হয়েছে মহিলাদের উদ্যোগে।
তবে সদ্য সমাপ্ত রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে আরজি করের তেমন কোনও প্রভাব দেখা যায়নি। অনেকেই ভেবেছিলেন, আরজি করের প্রভাব পড়তে পারে ভোটবাক্সে। তবে ফল প্রকাশে দেখা যায়, আগের ৫টি আসন তো বটেই, এমনকী বিজেপির দখলে থাকা উত্তরবঙ্গের মাদারিহাট বিধানসভাও এবারে এসেছে শাসকদলের দখলে।
পর্যবেক্ষকদের অনেকের মতে, আরজি করে ইস্যুতে তৈরি হওয়া মানুুষের ক্ষোভকে জাগিয়ে রাখতেই এদিন সংসদে এই প্রসঙ্গ উত্থাপন করেছেন বিজেপি সাংসদ শমীক।
যদিও শমীকের মতে, 'এর মধ্যে রাজনীতি খোঁজা ঠিক নয়। আরজি করের ঘটনা আমাদের সকলের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, বাংলার মেয়েরা সুরক্ষিত নন। নিজের কর্মস্থলেই খুন হতে হয়েছে ডাক্তারি ছাত্রীকে। সে কারণে রাজ্যের মহিলা চিকিৎসকদের নিরাপত্তার জন্য বিশেষ আইন প্রণয়নের দাবি জানানো হয়েছে।'