শেষ আপডেট: 16th October 2024 20:57
দ্য ওয়াল ব্যুরো: এবার আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের উদ্দেশে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
এদিন কুণাল বলেন, "চিকিৎসা ব্যবস্থাকে দুর্নীতি মুক্ত করার কথা বলা হচ্ছে। সেটা করতে হলে তো সবার আগে চিকিৎসকদেরই এগিয়ে আসতে হবে। আশা করব, ওনারা আমার সঙ্গে সহমত হয়ে সেই দৃষ্টান্ত তৈরি করবেন।"
এরপরই চিকিৎসকদের উদ্দেশে ১৩ দফা দাবি রেখেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কুণাল বলেন, "এখন থেকে আশা করব, সরকারি হাসপাতালের নিয়ম মেনে চিকিৎসকরা ডিউটি করবেন। প্রাইভেট প্র্যাকটিস করবেন না। কমিশনের জন্য দামী ওষুধ লিখবেন না। বিভিন্ন সংস্থার স্পনসরে বাইরে বেড়াতে যাবেন না।" একই সঙ্গে তৃণমূল নেতা এও বলেন, "আপনি আচরি ধর্ম, পরেরে শিখাও।"
এই 13 দফা দাবিও বিবেচিত হোক। ডাক্তাররা কী বলেন?
— Kunal Ghosh (@KunalGhoshAgain) October 16, 2024
1) সব হাসপাতালে ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত হোক। সঙ্গে তাঁদের ডিউটির সময় অনুযায়ী উপস্থিতি, রোগী দেখাটাও সুনিশ্চিত হোক।
2) সরকারি হাসপাতালের কাজ ফেলে, সুবিধেমত ডিউটি বদলে বাকি সময় প্রাইভেট হাসপাতালে কাজ করা চলবে না।
3)…
বস্তুত, আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে ১০ দফা দাবিতে গত ৫ অক্টোবর থেকে ধর্মতলায় অনশনে বসেছেন জুনিয়র চিকিৎসকরা। অনশন প্রত্যাহারের আবেদন জানিয়ে সম্প্রতি আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। যদিও বৈঠক শেষে নিজেদের দাবিতে অড় আন্দোলনকারীরা। অন্যদিকে মুখ্যসচিবও সাফ জানিয়ে দেন, ১০টির মধ্যে ৭টি দাবি ইতিমধ্যে পূরণ করা হয়েছে। বাকি তিনটি সময় বেঁধে পূরণ করা সম্ভব নয়।
কুণালের অভিযোগ, আরজি করের নির্যাতিতার বিচারের বিষয়টি এখন সুপ্রিমকোর্টের বিচারাধীন। তবু পরিকল্পিতভাবে রাজ্যে অশান্তির পরিবেশ জিইয়ে রাখা হচ্ছে। এ ব্যাপারে আন্দোলনকারী চিকিৎসকরা অবশ্য কুণালের বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ। তাঁদের বক্তব্য, "আরজি করের মূল ইস্যু থেকে উনি আন্দোলনের অভিমুখ ঘুরিয়ে দিতে চাইছেন।"