শেষ আপডেট: 11th August 2024 17:24
দ্য ওয়াল ব্যুরো: আরজিকর হাসপাতালে ডিউটিরত ডাক্তারি পড়ুয়াকে নৃশংসভাবে খুনের ঘটনায় দোষীর কঠোর শাস্তি এবং নিরাপত্তার প্রশ্ন তুলে শুক্রবার থেকে কর্মবিরতিতে নেমেছেন জুনিয়র চিকিৎসক ও পড়ুয়ারা। ঘটনার জেরে হাসপাতালের চিকিৎসা পরিষেবা কার্যত শিকেয় উঠেছে বলে অভিযোগ। প্রভাব পড়েে রাজ্যের অন্যান্য সরকারি হাসপাতালেও।
এমন পরিস্থিতিতে রাজ্যের সমস্ত হাসপাতালের চিকিৎসক এবং অচিকিৎসক কর্মীর ছুটি বাতিল করার সিদ্ধান্ত নিল স্বাস্থ্য দফতর।
সূত্রের খবর, রবিবার ওই নির্দেশ জারি করা হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে। যেখা্নে সিনিয়র চিকিৎসক এবং অচিকিৎসক কর্মীদের এখন ছুটি না নেওয়ার কথা বলা হয়েছে।
বৃহস্পতিবার মধ্যরাতে আরজিকর হাসপাতালের ভেতরেই নৃশংসভাবে ধর্ষণ ও খুন করা হয় এক ডাক্তারি পড়ুয়াকে। ঘটনায় মূল অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। তবে যেভাবে হাসপাতালের মধ্যেই ডিউটিরত অবস্থায় এক ডাক্তারি পড়ুয়াকে যেভাবে ধর্ষণ ও খুন করা হয়েছে, তাতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এরই প্রতিবাদে দোষীর কঠোর শাস্তি, নিরাপত্তা-সহ বিভিন্ন দাবিতে শুক্রবার থেকে কর্মবিরতি শুরু করেন আরজিকরের জুনিয়র চিকিৎসক ও পড়ুয়ারা। পড়ে সেই আন্দোলনে শামিল হল কলকাতা-সহ রাজ্যের অন্যান্য সরকারি হাসপাতালের জুনিয়র চিকিৎসক ও পড়ুয়ারা।
ফলে চিকিৎসা পরিষেবা কার্যত শিকেয় উঠেছে। এরপরই ছুটি বাতিলের নির্দেশ জারি করে কর্তৃপক্ষ। তার কিছুপরেই অবশ্য আন্দোলনকারীদের দাবি মেনে আরজিকরের সুপার ও ভাইস প্রিন্সিপালের পদ থেকে সঞ্জয় বশিষ্ঠকে সরিয়ে দিয়েছে স্বাস্থ্য দফতর। তাঁকে ন্যাশানাল মেডিক্যাল কলেজের ফিজিওলজি বিভাগের অধ্যাপক হিসাবে পাঠানো হয়েছে। আরজিকরের নতুন উপাধ্যক্ষের দায়িত্ব সামলাবেন বুলবুল মুখোপাধ্যায়।