শেষ আপডেট: 15th August 2024 22:04
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডে তোলপাড় দেশ। গুরুত্বপূর্ণ এই মামলায় দিনে দুপুরে আইও (তদন্তকারী অফিসার) বদলের অভিযোগ আনলেন অভিযুক্তদের আইনজীবী। বৃহস্পতিবার নজিরবিহীন ওই ঘটনার সাক্ষী থাকল শিয়ালদহ কোর্ট।
বুধবার মধ্যরাতে আরজি করে ভাঙচুর ও আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় পুলিশ ১২জনকে গ্রেফতার করে আদালতে হাজির করিয়েছিল। ওই মামলাতেই আদালতে তদন্তকারী অফিসারকে দেখে সন্দেহ হয় অভিযুক্তদের আইনজীবী
অর্মত্য দে।
আদালতে তিনি পুলিশের তদন্তকারী অফিসারের নাম জানতে চান! এরপরই সামনে আসে ওই ঘটনা!
ঠিক কী ঘটেছে?
অভিযুক্তদের আইনজীবী অর্মত্য দে বলেন, "এই মামলার তদন্ত করছেন টালা থানার অফিসার অভিষেক ঘোষাল। এদিন অভিষেকবাবু আদালতে হাজির হননি। পরিবর্তে তাঁর ইউনিফর্ম, ব্যাচ, নেমপ্লেট পরে আদালতে হাজির হয়েছিলেন টালা থানার অন্য পুলিশ কর্মী। আমি বিচারকের সামনে নাম জিজ্ঞেস করতেই আসল ঘটনা বেরিয়ে পড়ে। স্বীকার করেন, তিনি অভিষেক ঘোষাল নন!"
একজন পুলিশ অফিসার অন্য পুলিশ অফিসারের উর্দি, ব্যাচ, নেমপ্লেট পরে আদালতে হাজির! ঘটনা দেখে স্তম্ভিত হয়ে যান বিচারকও। সঙ্গে সঙ্গে তাঁকে নেমপ্লেট খোলার নির্দেশ দেন বিচারক। এরকম করার কারণও জানতে চান।
আদালত সূত্রের খবর, পরিস্থিতির জন্য বুধবার মধ্যরাতের ঝামেলাকে দায়ী করেন ওই অফিসার। তিনি বলেন, অশান্তির ডিউটি সামলাতে গিয়ে ইউনিফর্ম নোংরা হয়ে গিয়েছিল। ফলে অভিষেকবাবুর পোশাক পরে এসেছেন!
ভবিষ্যতে এমন না করার নির্দেশ দেন বিচারক। অভিযুক্তপক্ষের আইনজীবী বলেন, "আমার সন্দেহ হয়েছিল, তাই নাম জানতে চেয়েছিলাম। তা না হলে তো জানাই যেত না, একজনের ইউনিফর্ম পরে আর একজন অফিসার আদালতে হাজির হয়েছেন!" এ ব্যাপারে পুলিশের অবশ্য কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।