শেষ আপডেট: 4th September 2024 14:02
দ্য ওয়াল ব্যুরো: ‘জাস্টিস ফর আরজি কর’ আন্দোলনে অনেকের মুখে শোনা যাচ্ছে গানটি—‘দেশটা তোমার বাপের নাকি, করছো ছলাকলা, সুযোগ পেলেই ধরছো চেপে জনগণের গলা।। মনে রেখো যুদ্ধ করে, রক্ত দিয়ে দেশ পেয়েছি।। দেশ দেশ দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি।। ভয় দেখিয়ে হবে না রে কাম, ও বাছারাম।’
২০২১-এ বাংলায় বিধানসভা ভোটের আগে তৃণমূলের মুখে মুখে জনপ্রিয় হয়েছিল ‘খেলা হবে স্লোগান। তাতে গলা মেলান মমতা বন্দ্যোপাধ্যায়ও। এখনও তৃণমূলের মিটিং-মিছিলে শোনা যায় সেই স্লোগান। দলের তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্যের দাবি, এপারে তিনিই প্রথম ‘খেলা হবে’ স্লোগান তুলেছিলেন। অবশ্য বাংলার সেই নির্বাচনের অনেক আগেই বাংলাদেশের রাজনীতিতে ঝড় তুলেছিল নায়ায়ণগঞ্জের আওয়ামী লিগ নেতা তথা সাবেক স্থানীয় সাংসদ শামিম ওসমানের এই স্লোগান। ৫ অগাস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর শোনা যায় নতুন স্লোগান—‘স্বেরাচারের খেলা শেষ’, ‘আওয়ামী লিগের খেলা শেষ’, ‘শেখ হাসিনার খেলা শেষ’।
বাংলাদেশের সদ্য সংঘঠিত গণঅভ্যুত্থানে জাতীয় সঙ্গীত, বহুল প্রচলিত দেশাত্মবোধক গানের পাশাপাশি মুখে মুখে ঘুরেছে—‘দেশটা তোমার বাপের…… গানটি। গানের লেখক বাংলাদেশের মগবাজারের বাসিন্দা মাঝবয়সি ইথুন বাবু। মগবাজার বাউল গায়কদের জন্য বিখ্যাত। অসমের গান থেকে সুর ধার তৈরি এই গান বাংলাদেশে সাম্প্রতিককালে সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেছে। বলাই বাহুল্য, হাসিনা জমানায় তৈরি এই গান সবচেয়ে বেশি শোনা গিয়েছে সে দেশের প্রথমসারির দল বিএনপি-র মঞ্চে। গানটির প্রথম শিল্পী নাজনীন আখতার মৌসুমী। যশোরের এক গায়িকাও দাবি করেছেন, এই গান মঞ্চে তিনিই প্রথম গেয়েছেন। নাজনীন প্রথম অ্যালবাম বের করেন।
বছর পঁচিশের তরুণী নাজনীনের বাড়ি বাংলাদেশের নওগাঁয়। ২০২২-এ বিএনপি নতুন করে হাসিনা বিরোধী আন্দোলন শুরু করলে দলের মঞ্চে নাজনীন গানটি গেয়ে কর্মী-সমর্থকদের উৎসাহ দিয়েছেন। সংবাদমাধ্যমকে এই তরুণী গায়িকা বলেছেন, গানটি প্রথম প্রকাশের পর তাঁকে হুমকির মুখে বাড়ি ছাড়তে হয়। নিরাপত্তার কারণে ঢাকায় চলে আসেন। তবে পুলিশ বা নিরাপত্তা এজেন্সি গানের লেখক ও গায়িকার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি।
যদিও অসমে সেই গানে রাজ্যের নাম জড়িয়ে গেয়ে গ্রেফতার হতে হয়েছে রাজ্যের এক গায়ক আলতাফ হোসেনইকে। অসম সরকারের বক্তব্য, ওই গানের মাধ্যমে আলতাফ হিন্দু ও মিঞা অর্থাৎ বহিরাগত মুসলিমদের মধ্যে বিরোধ বাঁধাতে চেয়েছেন।
মঙ্গলবার কলকাতায় জাস্টিস ফর আরজি কর আন্দোলনে বামেদের মহামিছিল এবং অন্যত্র জমায়েতে কারও মুখে শোনা গিয়েছে মূল গানের লাইন, ‘দেশটা তোমার বাপের নাকি…..। কেই দেশের জায়গায় ‘রাজ্য’ শব্দটি যোগ করে স্থানীয় মাত্রা দিতে চেয়েছেন।