শেষ আপডেট: 11th August 2024 20:54
দ্য ওয়াল ব্যুরো: আরজিকর হাসপাতালের মধ্যে ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। আরজিকরের পাশাপাশি কলকাতা-সহ জেলায় জেলায় কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র চিকিৎসক এবং ডাক্তারি পড়ুয়াদের একাংশ। তাঁরা স্লোগান তুলেছেন, "নো সেফটি নো ডিউটি।"
ওই ঘটনায় এবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে চিঠি লিখলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।c
নিজেই একথা জানিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, "আরজিকরের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এরাজ্যে নিজেদের কর্মস্থলেও চিকিৎসকরা সুরক্ষিত নন। তা না হলে এই নৃশংস ঘটনা ঘটত না। ঘটনার পুনরাবৃত্তি রুখতে মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়ার প্রতিনিধি দলের রাজ্যে আসার প্রয়োজন রয়েছে। তাঁরা যাতে রাজ্যের প্রতিটি মেডিক্য়ালের নিরাপত্তা খতিয়ে দেখেন, সেজন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছি।"
একই সঙ্গে পরিস্থিতির জন্য রাজ্য সরকারকে দায়ী করে সুকান্তবাবু বলেন, "এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। তৃণমূলের আমলে রাজ্যে দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত। যতদিন এই সরকার ক্ষমতায় থাকবে ততদিন এজিনস ঘটে চলবে।"
পাল্টা প্রতিক্রিয়ায় তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, "বিজেপির মতো তৃণমূল অপরাধীদের আড়াল করে না। সেকারণেই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্তকে পুলিশ গ্রেফতারও করেছে। মুখ্যমন্ত্রীও কড়া বিবৃতি দিয়েছেন।"
গত বৃহস্পতিবার মধ্যরাতে আরজিকরের চারতলার সেমিনার হলে নৃশংসভাবে খুন হন মেডিক্যালের ছাত্রী। ওই ঘনায় ইতিমধ্যে মূল অভিযুক্তকে গ্রেফতারও করেছে পুলিশ।