শেষ আপডেট: 29th January 2025 10:17
দ্য ওয়াল ব্যুরো: কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর বেলাগাম আক্রমণের জবাব পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন আরজি করের নির্যাতিতার বাবা-মা।
নির্যাতিতার বাবা-মার প্রতি মদন মিত্রর প্রশ্ন ছিল, "বলুন কী চাই? টাকা?" খানিক থেমে জবাবও দিয়েছেন মদন নিজেই, "টাকা দিয়েই সবকিছু ঢাকা যায়!" যার জবাবে নির্যাতিতার বাবা-মা বললেন, "প্রথম দিন থেকে টাকা দিয়ে ঢাকার চেষ্টা চলছে। ডিসি নর্থ সরকারি কর্মচারি হয়ে নিজে আসছেন টাকা দিতে। এবার মদন মিত্র!"
মদনকে তৃণমূলের 'নামকরা নেতা' আখ্যা দিয়ে এরপরই নির্যাতিতার বাবা-মা বলেছেন, "উনি (মদন মিত্র) যত টাকা নিয়ে উনি ঢাকতে চাইছেন তার থেকে বেশি টাকা আমি দেব। আমার মেয়েকে উনি ফিরিয়ে দিতে পারবেন!”
প্রসঙ্গত, আরজি কর কাণ্ডে গত ২০ জানুয়ারি সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়ার দিন শিয়ালদহ কোর্টের বিচারক রাজ্য সরকারকে তিলোত্তমার মা-বাবাকে ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছিলেন। সেই সময়ও নির্যাতিতার বাবা-মা পরিষ্কারভাবে জানিয়েছিলেন, তাঁরা ক্ষতিপূরণ চান না। এমনকী, এর আগে রাজ্য সরকার ক্ষতিপূরণ দিতে চাইলে তাও ফিরিয়ে দেন তাঁরা।
প্রসঙ্গত, আরজি করের চদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব হয়েছেন নির্যাতিতার বাবা-মা। যার জবাবে মঙ্গলবার তাঁদের বেনজির আক্রমণ করেন মদন মিত্র।
এমনকী নির্যাতিতার পরিবার কেন শিয়ালদহ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গেলেন না তা নিয়েও প্রশ্ন তোলেন কামারহাটির তৃণমূল বিধায়ক। মদনের প্রশ্ন, "আপনারা কি ছেলেটির ফাঁসি চান? যদি চান, তাহলে কোর্টে গেলেন না কেন? আপনারা মা-বাবা হয়ে দাঁড়াতে পারতেন আদালতের কাছে। ফাঁসি না চাইলে সিবিাআই-কে বারণ করলেন না কেন?"
বিজেপি এবং সিপিএমের কথাতেই তাঁরা তৃণমূলের সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টায় নেমেছেন বলেও অভিযোগ করেছেন মদন।'কী করতে হবে', তাও জানিয়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক। মদনের কথায়, "যদি ফাঁসি আর ফাঁসি নয়ের মাঝামাঝি দাঁড়িয়ে থাকতে চান, তাহলে কোথায় উপনির্বাচনে খোঁজ করুন। তবে জিততে পারবেন না। চান্স নেই।" এরপরই পাল্টা জবাবে নির্যাতিতার বাবা-মায়ের তরফে কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে।