শেষ আপডেট: 11th February 2025 12:36
দ্য ওয়াল ব্যুরো: আরজি করের দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ-সহ বাকিদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তাতে প্রশাসনের অভ্যন্তরে তার সুদূরপ্রসারী প্রভাব আছে বলে মনে করছে কলকাতা হাইকোর্ট।
মঙ্গলবার আরজি কর দুর্নীতি মামলার শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, সন্দীপ ঘোষদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অত্যন্ত গুরুতর। এই ধরনের দুর্নীতি হয়ে থাকলে বুঝতে হবে প্রশাসনের অভ্যন্তরে তার সুদূরপ্রসারী প্রভাব আছে।
আরজি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুনের ঘটনার সূত্র ধরেই সামনে আসে হাসপাতালের দুর্নীতি। আদালতের নির্দেশে সেই ঘটনারও তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। উঠে আসছে একের পর এক বেনিয়মের অভিযোগ।
ইতিমধ্যে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ একাধিকজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই চার্জ গঠন নিয়েই পাল্টা মামলা করেন অভিযুক্ত সন্দীপ-সহ কয়েকজন। ওই মামলাতেই এদিন বিচারপতি পর্য়বেক্ষণ, এই ধরনের দুর্নীতি স্বাস্থ্যব্যবস্থা এবং প্রশাসনকে দূষিত করে।
বিচারপতি এও বলেন, এই ধরনের ক্ষেত্রে আইন মেনে দ্রুত বিচার সংগঠিত করতে পারলে সাধারণ মানুষের মনে বিচারব্যবস্থার প্রতি আস্থা বাড়ে। যদি কোন সরকারি আধিকারিকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ওঠে তাহলে দ্রুত তাকে অভিযোগমুক্ত হওয়ার চেষ্টা করা উচিত বলেও মন্তব্য করে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ।
আদালত জানিয়েছে, আগামীকাল অর্থাৎ বুধবারের মধ্যে সমস্ত নথির প্রতিলিপি অভিযুক্তদের দেবে সিবিআই। সেই নথি যাচাই করে নিম্ন আদালতে নিজেদের বক্তব্য জানাতে পারবেন অভিযুক্তরা। আগামী মঙ্গলবার ফের কলকাতা হাইকোর্টে আরজি কর দুর্নীতি মামলার শুনানি হবে।