শেষ আপডেট: 2nd February 2025 21:42
দ্য ওয়াল ব্যুরো: সিবিআইয়ের ভুমিকায় ফের ক্ষোভপ্রকাশ করে আরজি করে ধর্ষণ-খুনে নতুন তদন্তের দাবি নির্যাতিতা চিকিৎসকের পরিবারের। নতুন করে তদন্ত ও ট্রায়ালের দাবিতে রবিবার মালদহে গিয়ে আইনজীবীর সঙ্গে দেখা করেন তাঁরা। কলকাতা হাইকোর্টে নতুন করে আবেদনের প্রস্তুতি নেওয়ার কথা স্বীকারো করেছেন আইনজীবী তড়িৎ ওঝা।
আইনজীবীর অভিযোগ, সিবিআই আগেই শিয়ালদহ কোর্টে পিটিশন ফাইলে বাধা দেয়। এরপরই সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন নির্যাতিতার বাবা-মা।
নির্যাতিতার বাবার দাবি, ‘একা সঞ্জয়কে ফাঁসি দিয়ে আমাদের সমস্যার সমাধান হবে না৷ আমরা চাইছি, যারা যারা এই ব্যাপারে জড়িত, তাদের সবাই তদন্তের আওতায় আসুক এবং কঠোর শাস্তি পাক৷’ রবিবার মালদায় তাঁদের আইনজীবীর সঙ্গে পরামর্শ করতে আসেন অভয়ার মা’ও বাবা৷ আইনজীবির সঙ্গে কথা বলেন তাঁরা। অভয়ার বাবার দাবি, ‘এমন ঘটনা কখনই একার পক্ষে ঘটানো সম্ভব নয়। শিয়ালদা আদালতের রায়েও তেমনটাই ইঙ্গিত দেওয়া হয়েছে। কিন্তু রাজ্য সরকার আসল দোষীদের আড়াল করতে চাইছে। তাই সঞ্জয় রায়কে ফাঁসি দিতে এই তৎপরতা।’
অন্যদিকে, মৃত চিকিৎসকের মা ঘটনাকে পরিকল্পিত বলে দাবি করেছেন। তিনি জানান, ‘সঞ্জয় একা এই ঘটনা ঘটিয়েছে তা কেউ বিশ্বাস করবে না। সে কারণেই আদালতের নজরে সব বিষয় তুলে ধরতে চলেছেন।’
অন্যদিকে আইনজীবী তড়িৎ ওঝা স্পষ্ট বলেন, ‘মামলায় পরবর্তীতে আমাদের কৌশল কি হবে তা নিয়েই পরিবারের সঙ্গে কথা হয়েছে। আগামী পাঁচ তারিখ কলকাতা হাইকোর্টে মামলার শুনানি রয়েছে। আমরা রি-ট্রায়াল চাইছি। আমাদের যুক্তি, আরজি করে একাধিক দুর্নীতির ঘটনা রয়েছে। সিবিআই এবং ইডির তদন্তেও তা স্পষ্ট। আরজি করে দুর্নীতির মধ্যেই লুকিয়ে আছে অভয়ার খুনের মোটিভ। রি- ট্রায়ালের আদেশ পেলে কেউ ছাড় পাবে না।’
গত বছরের ৮ অগস্ট গভীর রাতে আরজি করের সেমিনার হলে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুনের অভিযোগ ওঠে। সেই সূত্রেই সামনে আসে আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির অভিযোগ। সেই মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, বিপ্লব সিং, আফসার আলি , সুমন হাজরা, আশিস পাণ্ডেকে গ্রেফতার করে সিবিআই।
এদিকে আগামী বুধবার, আলিপুরের বিশেষ সিবিআই আদালতে আর জি কর মেডিক্যালের দুর্নীতি মামলার ফের শুনানি রয়েছে। বৃহস্পতিবার হবে চার্জ গঠন। তার আগে, শনিবার, আদালতে হাজার হাজার পাতার নথি পেশ করেছে সিবিআই. যে নথি পেশ করা নিয়েই ২ দিন আগে আদালতে কড়া ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। এবার পাল্টা সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে নির্যাতিতার পরিবার।