সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না
শেষ আপডেট: 10th December 2024 07:45
দ্য ওয়াল ব্যুরো: গত ৭ নভেম্বর শীর্ষ আদালতে আরজি কর মামলার শুনানি হয়েছিল। প্রায় এক মাস পর আজ ওই মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। বেলা ১১টা নাগাদ প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে শুনানি শুরু হওয়ার কথা।
প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে স্বতঃপ্রণোদিতভাবে ওই মামলা রুজু হয়েছিল। প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে সেই মামলার শুনানিও চলে বেশ কয়েকবার। ইতিমধ্যেই অবসর নিয়েছেন প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। তাই এবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে হবে শুনানি।
বিচারপতি খন্না প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম আরজি কর মামলা শুনবেন তিনি। গত শুনানিতে সুপ্রিম কোর্টে খুন-ধর্ষণ এবং আর্থিক দুর্নীতির মামলায় তদন্তের রিপোর্ট জমা দিয়েছিল সিবিআই। যা ছিল তদন্তের ষষ্ঠ রিপোর্ট।
আজ আবার তদন্তের অগ্রগতির রিপোর্ট সিবিআইকে জমা দিতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সেই মতোই তদন্তের সপ্তম রিপোর্ট জমা দিতে চলেছে কেন্দ্রীয় ওই তদন্তকারী সংস্থা।
অন্যদিকে, সুপ্রিম কোর্ট ন্যাশনাল টাস্ক ফোর্সের সুপারিশ সব রাজ্যকে পাঠাতে বলেছিল। তা নিয়ে রাজ্যের মুখ্যসচিবরা মতামত জানাতে পারবেন। মোদ্দা কথা সুপ্রিম কোর্টে আজ আরজি কর মামলায় কী হয় সে দিকেই রয়েছে সকলের নজর।