শেষ আপডেট: 23rd September 2024 13:23
দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি। আগামী ২৭ সেপ্টেম্বর, শুক্রবার রাজ্যের দায়ের করা মামলার শুনানি থাকলেও তা পিছিয়ে গেল। আগামী ১ অক্টোবর, মঙ্গলবার শীর্ষ আদালতে মামলার শুনানি হবে বলে খবর।
সূত্রের খবর, রাজ্যের তরফে প্রধান বিচারপতির এজলাসে শুক্রবারের নির্ধারিত শুনানি স্থগিতের আবেদন জানানো হয়। রাজ্যের আইনজীবী আস্থা শর্মা তাঁর ব্যক্তিগত সমস্যার কথা জানিয়ে সকলের কাছে আবেদন জানান, যদি ২৭ তারিখের আগে বা পরে শুনানি হলে সুবিধা হয়। তাতে সকলেই সম্মত হন। সকলের মতামত নিয়ে প্রধান বিচারপতির বেঞ্চ শুনানি পিছিয়ে দেওয়ার অনুমতি দেন। সেই মতোই দেশের প্রধান বিচারপতি জানিয়েছেন, আগামী মঙ্গলবার অর্থাৎ ১ অক্টোবর আরজি কর মামলার শুনানি হবে।
আরজি করে পড়ুয়া-ডাক্তারকে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল রাজ্য। জুনিয়র ডাক্তাররা আপাত্ত কর্মবিরতি তুললেও তাঁরা তাঁদের দাবিতে অনড়। ইতিমধ্যে আন্দোলনকারীদের সমস্ত দাবিদাওয়া রাজ্য মেনে নিলেও সুবিচারের আশায় দিন গুনছেন জুনিয়র ডাক্তাররা। এই অবস্থায় সুপ্রিম কোর্টের দিকেই তাকিয়ে গোটা দেশ।
মঙ্গলবার, গত ১৭ সেপ্টেম্বর শেষ শুনানিতে সুপ্রিম কোর্টে সিবিআই আরজি কর মামলায় তদন্তের অগ্রগতি সম্পর্কে স্টেটাস রিপোর্ট জমা দেয়। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বিশেষ বেঞ্চ জানিয়েছে, আগামী মঙ্গলবার, ১ অক্টোবর আরজি কর মামলার শুনানি হবে। সেদিনের শুনানি খুবই গুরুত্বপূর্ণ। নতুন করে সেদিন তদন্ত সংক্রান্ত রিপোর্ট বিশেষ বেঞ্চের কাছে জমা দেবে সিবিআই।