শেষ আপডেট: 2nd December 2024 15:42
দ্য ওয়াল ব্যুরো: আর জি কর-কাণ্ড থেকে আবাস দুর্নীতি, একাধিক ঘটনার প্রতিবাদে সোমবার বিধানসভা অভিযানের ডাক দিয়েছিল যুব কংগ্রেস। তবে এই অভিযান ঘিরে রানি রাসমণি রোডে আগে থেকেই ব্যারিকেড তৈরি করে রেখেছিল পুলিশ।
সেখানেই আটকে দেওয়া হয়, আন্দোলননকারীদের। শুরুর দিকে পুলিশের সঙ্গেও বচসাতেও জড়িয়ে পড়েন যুব কংগ্রেসের কর্মীরা। তবে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী আগে থেকেই মোতায়েন থাকায় অপ্রীতিকর কোনও ঘটনা ঘটেনি।
পুলিশি ব্যারিকেডের প্রতিবাদ জানিয়ে যুব কংগ্রেস সভাপতি আজহার মল্লিকের অভিযোগ, একসময় সিপিএমের বিরুদ্ধে পুলিশ দিয়ে আন্দোলন ভাঙার অভিযোগ করত তৃণমূল। এখন ক্ষমতায় এসে অতীতের শাসকের মতোই আচরণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বস্তুত, বিধানসভায় চলছে শীতকালীন অধিবেশন। ‘নেশা নয়, চাকরি চাই’— স্লোগানকে সামনে রেখে সোমবার বিধানসভা অভিযানের ডাক দিয়েছিল যুব কংগ্রেস।
আজহার বলেন, "পরিবর্তনের লক্ষ্যে মানুষ রাজ্যের ক্ষমতার বদল ঘটিয়েছিলেন। কিন্তু বাস্তবে কোন লাভ হয়নি। বরং সসময়ের সঙ্গে সঙ্গে বেকারত্ব বেড়েছে। নারীরা যে সুরক্ষিত নন, তার প্রমাণ আরজি কর কাণ্ড। আবাসের ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল দুর্নীতি কাকে বলে। অথচ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে পুলিশ আন্দোলনকারীদের আন্দোলন ভাঙার চেষ্টা করছে।"