শেষ আপডেট: 8th October 2024 15:51
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডে সোমবারই চার্জশিট পেশ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শিয়ালদহ আদালতে ২১৩ পাতার চার্জশিট জমা দিয়েছিল সিবিআই। মঙ্গলবার সেই চার্জশিটের কপি ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয়কে দিয়ে সই করিয়ে নেওয়া হয়েছে।
মঙ্গলবারই শিয়ালদহ আদালতে নিয়ে আসা হয়েছিল আরজি করে চিকিৎসক-পড়ুয়াকে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্ত সঞ্জয়কে। সেখানেই সিবিআই আধিকারিকরা তার হাতে চার্জশিট তুলে দিয়েছে বলে খবর। সেই চার্জশিট সই করিয়েই পাশাপাশি অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারককে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
সিবিআই সূত্রের খবর এদিন আদালতে সঞ্জয় রায় ছিল একদমই নিশ্চুপ। একটিও কথা বলেনি। মুখ বন্ধ করে সই করে চার্জশিটের কপি নিয়েছে। যা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।
সিবিআই জানিয়েছে, ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুনের মূল মামলায় চার্জশিটে নাম রয়েছে মূল অভিযুক্ত ধৃত সিভিক পুলিশ সঞ্জয় রায়ের। একই সঙ্গে তথ্যপ্রমাণ লোপাটের সপক্ষে সোমবারই একাধিক নথি আদালতে দাখিল করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই সূত্রে খবর, চার্জশিটে খুন ও ঘর্ষণে অভিযুক্ত হিসেবে একমাত্র তার নাম থাকলেও এদিন একেবারেই নিশ্চুপ ছিল সে।
আদালত সূত্রে খবর, সিবিআইয়ের দাখিল করা চার্জশিটে ২০০ জনের বয়ানের প্রসঙ্গ উল্লেখ করে মূল অভিযুক্ত হিসেবে এখনও পর্যন্ত শুধুমাত্র সঞ্জয়ের নাম উল্লেখ করা হয়েছে। ওই সূত্রের দাবি, এখনও পর্যন্ত পাওয়া তথ্যপ্রমাণের ভিত্তিতেই সঞ্জয়কে মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে।
তবে এটাই চূড়ান্ত চার্জশিট নয়। সেক্ষেত্রে নতুন করে কারও নাম উঠে এলে তা সাপ্লিমেন্টারি চার্জশিটে যুক্ত করা হবে। ঘটনায় অপর ২ অভিযুক্ত সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের কথাও চার্জশিটে উল্লেখ রয়েছে।