শেষ আপডেট: 25th September 2024 12:53
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর মামলায় জুনিয়র চিকিৎসকদের তরফে আগেই বদল করা হয়েছে আইনজীবী। গীতা লুথরার বদলে তাঁদের হয়ে মামলা লড়ছেন ইন্দিরা জয়সিং। এবার নির্যাতিতার পরিবারের তরফেও আইনজীবী বদল করা হল।
এতদিন নির্যাতিতার হয়ে মামলাটি লড়ছিলেন সিপিএম নেতা, আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। এবার থেকে মামলাটি লড়বেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী বৃন্দা গ্রোভার।
রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিলের সদস্য বৃন্দাদেবী একাধিক মানবাধিকার ও মহিলা-শিশুদের বিরুদ্ধে হওয়া নির্যাতনের মামলায় লড়েছেন। তাঁর ঝুলিতে রয়েছে একাধিক ইর্ষণীয় মামলা। ১৯৮৭ সালে হাসিমপুরা পুলিশ হত্যা, ২০০৪ সালের ইসরাত জাহান মামলা, ২০০৮ সালে কান্দামালে খ্রিস্টান বিরোধী দাঙ্গা-সহ একাধিক মামলাতে সওয়ালে নজির গড়েছেন এই নামজাদা আইনজীবী।
পরিবার সূত্রের খবর, মামলা লড়ার জন্য এক পয়সাও পারিশ্রমিক না নেওয়ার কথাও জানিয়েছেন আইনজীবী বৃন্দা গ্রোভার।
এর আগে জুনিয়র চিকিৎসকদের তরফে আইনজীবী বদল করা হয়েছিল। গত ১৭ সেপ্টেম্বর এজলাসে তিন তালাক মামলা খ্যাত ইন্দিরা জয়সিংয়ের চোখা চোখে প্রশ্নে অস্বস্তিতে পড়তে দেখা গিয়েছিল রাজ্যের সরকারি আইনজীবীকে।
তা দেখে নির্যাতিতার মা-বাবাও চাইছিলেন তাঁদের হয়ে শীর্ষ আদালতে মামলার সওয়াল করুন কোনও ওজনদার আইনজীবী। এতদিন মামলাটি লড়ছিলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। তবে বিকাশবাবু মূলত কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করেন। তাঁর পক্ষে বারে বারে দিল্লি যাওয়াও কষ্টকর হচ্ছিল বলে খবর। তিনি বলেন, "আমার দ্বারা যেটুকু করার করেছি। তাছাড়া পরিবারের সিদ্ধান্তের বিষয়ে আমার কিছু বলার নেই।"