Date : 16th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
সাইপ্রাস সফরে মোদীর উপহার: ফার্স্ট লেডির জন্য রুপোর পার্স, প্রেসিডেন্টকে কাশ্মীরি গালিচাজানোয়ারের খাবার, 'অখাদ্য বিরিয়ানি' স্পাইস জেটের কর্মীকে খেতে বাধ্য করলেন ক্ষুব্ধ যাত্রীরাইজরায়েলের ছায়াযুদ্ধ: কীভাবে কাজ করে তাদের গোয়েন্দা সাম্রাজ্যপ্রেমে নাকি ভাঙন! মুম্বইয়ের রাস্তায় কার হাতের ছবি দিয়ে ভালবাসার উদযাপন দেবের? Digha Jagannath Temple: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই দিঘার হোটেল নিয়ে পুলিশের বড় পদক্ষেপউজ্জ্বল, দাগমুক্ত ত্বকের গোপন রহস্য বিটরুটের আইস কিউব! ভাইরাল এই দাবি কি সত্যি?মিঠুনের প্রথম স্ত্রীও ছিলেন অভিনেত্রী, চার মাসের বিয়ে থেকে পেয়েছিলেন চার দশকের যন্ত্রণাবাড়িতে একা থাকলেই ‘রবীন্দ্রনাথ’ হয়ে যেতাম: প্রিয়াংশু পুজোর থিম অপারেশন সিঁদুরবাংলার দুয়ারে ঘূর্ণাবর্ত! বড় আপডেট শোনাল আলিপুর
SSC

SSC: যোগ্য শিক্ষকদের 'সাহস জোগাতে' বিকাশ ভবনের আন্দোলন মঞ্চে আরজি করের নির্যাতিতার বাবা-মা

রবিবার রাতে সল্টলেকের বিকাশ ভবনে আন্দোলনকারীদের অবস্থান মঞ্চে দেখা গেল অভয়ার বাবা-মাকে।

SSC: যোগ্য শিক্ষকদের 'সাহস জোগাতে' বিকাশ ভবনের আন্দোলন মঞ্চে আরজি করের নির্যাতিতার বাবা-মা

বিকাশ ভবনে এলেন অভয়ার বাবা-মা

শেষ আপডেট: 19 May 2025 00:26

দ্য ওয়াল ব্যুরো: এবার চাকরিহারা শিক্ষকদের (Ssc deprived teacher) আন্দোলন মঞ্চে আরজি করে  ধর্ষণ খুনের (RG kar Incident) শিকার হওয়া নির্যাতিতা ডাক্তারি ছাত্রীর বাবা-মা। রবিবার রাতে সল্টলেকের বিকাশ ভবনে (Bikas bhavan) আন্দোলনকারীদের অবস্থান মঞ্চে দেখা গেল তাঁদের।

বললেন, "গত বছরের ৮ অগস্ট গভীর রাতে যেভাবে আরজিকরের কিছু ডাকাতের হাতে আমার মেয়েকে খুন হতে হয়েছে, একইভাবে এদের যে চাকরি গেছে এর জন্য শিক্ষা দফতরের দুর্নীতি দায়ী। দুটো ক্ষেত্রেই দুর্নীতি মিলেমিশে একাকার হয়ে গেছে। তাই নৈতিক সমর্থন জানাতে, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সাহস জোগাতে আমরা এই শিক্ষকদের পাশে রয়েছি।"
 

আরজি করের নির্যাতিতার মা এও বলেন, "ভবিষ্যতে এরা যদি কালীঘাট ঘেরাও করে আমিও ওদের সঙ্গে যাব।"

প্রশ্ন তুলেছেন, "কে চালে কাঁকড় মেশাল সেটা খিচুড়ি রান্না করে খেতে গিয়ে গলায় আটকে যাওয়ার পর মনে হল? যখন এটা করা হয়েছিল তখন মনে হল না কেন?"

সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করে নির্যাতিতার মা বলেন, "মুখ্যমন্ত্রী বোধহয় শিক্ষার মর্ম বোঝেন না। তাই যারা যোগ্য, পড়াশোনা করে মেধারভিত্তিতে চাকরি পেল,  কিছু লোকের দুর্নীতির জন্য আজ তাদের স্কুলের পরিবর্তে রাস্তায় বসে আন্দোলন করতে হচ্ছে। এর চেয়ে লজ্জার আর কীবা হতে পারে।"

নিয়োগে দুর্নীতির অভিযোগ ২০১৬ সালের এসএসসির আস্ত প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। যার জেরে চাকরিহারা প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষা কর্মী। 
এর মধ্যে চাকরিহারা শিক্ষাকর্মীদের (গ্রুপ সি ও গ্রুপ ডি) জন্য বুধবার নবান্ন থেকে সরকারি ভাতার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, রাজ্য অযোগ্যদের সুবিধে করে দিতে চাইছে। সেজন্যই এই ভাতা ঘোষণা।

এরপরই যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশের দাবিতে বৃহস্পতিবার থেকে বিকাশ ভবনের সামনে আন্দোলন তীব্রতর করেছেন চাকরিহারা শিক্ষকদের নিয়ে গঠিত অধিকার মঞ্চ। ওইদিন রাতে বিকাশ ভবনের সামনে থেকে যোগ্য শিক্ষকদের আন্দোলন ভাঙতে বেধড়ক লাঠিচার্জ করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এরপর থেকেই আন্দোলন আরও তীব্রতর করেছেন চাকরিহারা শিক্ষকরা।

তাঁদের সাফ কথা, হকের চাকরি এভাবে কেড়ে নিতে দেব না।  যোগ্যদের তালিকা প্রকাশ এবং অযোগ্যদের চিহ্নিত করা না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। ইতিমধ্যে চাকরিহারা শিক্ষকদের মঞ্চে হাজির হয়েছে সংশ্লিষ্ট স্কুলের পড়ুয়ারা। এবার শিক্ষকদের আন্দোলনকে নৈতিক সমর্থন জানাতে রবিবার রাতে সল্টলেকের বিকাশ ভবনে তাদের অবস্থান মঞ্চে হাজির হলেন আরজি করের নির্যাতিতার বাবা-মা।

২০২৪ সালের ৮ অগস্ট রাতে আরজি করে ধর্ষণ এবং খুন করা হয় এক তরুণী ডাক্তারি পড়ুয়াকে। সেই মামলায় গ্রেফতার করা হয় কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। পরে আদালতের নির্দেশে কলকাতা পুলিশের হাত থেকে সিবিআই এই ঘটনার তদন্তের ভার নেয়। এই ঘটনায় এখনও পর্যন্ত সঞ্জয়কেই দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা হয়েছে।  তবে নির্যাতিতার পরিবার এবং আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের একাংশের অভিযোগ, সঞ্জয় একা নয় তার সঙ্গে আরো অনেকে জড়িত ছিল। এ বিষয়ে উচ্চ আদালতে মামলাও করেছেন নির্যাতিতার পরিবার।


ভিডিও স্টোরি