শেষ আপডেট: 7th March 2025 15:21
দ্য ওয়াল ব্যুরো: ভূতুড়ে ভোটার (ghost voters) ইস্যুতে দলের নেতা, কর্মীদের বিধানসভা ভিত্তিক বুথ ধরে ধরে ভোটার তালিকা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে জেলায় জেলায় তৃণমূল কর্মীরা ভূতুড়ে ভোটার ধরার কাজে নেমেও পড়েছেন।
এরই মধ্যে ভূতুড়ে ভোটার ইস্যুতে দার্জিলিংয়ের তৃণমূল নেত্রী পাপিয়া ঘোষের (Darjeeling Trinamool leader in controversy) ঘোষণাকে ঘিরে দলের অন্দরেই শোরগোল তৈরি হয়েছে।
দলীয় সূত্রের খবর, দলের এক কর্মী সভা থেকে ভূতুড়ে ভোটার ইস্যুতে দলের নেতা, কর্মীদের উদ্দেশে তৃণমূলের দার্জিলিং জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ বলেন, "ভূতুড়ে ভোটার খুঁজে বের করতে প্রত্যেক বাড়ি বাড়ি যান। যে নেতা বা নেত্রী সবচেয়ে বেশি ভূতুড়ে ভোটার খুঁজে বের করবে, তাঁকে জেলার তরফে পুরস্কৃত করা হবে।"
কী পুরস্কার তা অবশ্য স্পষ্ট করেননি তিনি। তবে এই ধরনের ঘোষণা ঘিরে দলের অন্দরেই বিতর্কের মুখে পড়েছেন পাপিয়াদেবী। যদিও পরে তাঁর দাবি, "এতে কোনও ভুল নেই। কর্মীদের উৎসাহ দিতেই এমন ঘোষণা করেছি। এ নিয়ে অযথা বিতর্ক তৈরির চেষ্টা হচ্ছে।"
যদিও এ ব্যাপারে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন শিলিগুড়ির বিধায়ক তথা বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। তিনি বলেন, "চোরের মায়ের বড় গলা। তৃণমূল ভোটার লিস্টে বাংলাদেশিদের নাম ঢোকাচ্ছে। সেদিক থেকে মানুষের নজর ঘোরাতেই ওরা ভূতুড়ে ভোটারের নাটক করছে।"