Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
‘সাহায্য চাই’ বলে ফোন, হোটেলে ডেকে ব্ল্যাকমেল! মহারাষ্ট্রে এক মহিলার হানিট্র্যাপে IPS-সহ বহু কর্তা'আরজি করের তদন্তে গাফিলতি বলেই বাড়ছে ধর্ষণের ঘটনা', সিবিআইকে নির্যাতিতার পরিবারখুশির হাওয়া বলিউডে, কন্যাসন্তান এল সিদ্ধার্থ-কিয়ারার ঘরেকে বলবে বয়স ৫১! শরীরে পাতলা বিকিনি, ইতালির সমুদ্রে জলকেলি 'মৎস্যকন্যা' মালাইকারখুব শীঘ্রই আসছে ‘বজরঙ্গী ভাইজান ২’? ইঙ্গিত দিলেন পরিচালক কবির খানকোলাপুরি চপ্পল নিয়ে সমালোচনার মুখে পড়েছিল প্রাডা, এবার মহারাষ্ট্রে এল তাদের টিমস্টান্টে বাজিমাত শাহরুখের! মাথা দিয়ে কাচ ভাঙতেই অনুরাগীরা বলছে, 'এটাই তো কিং ম্যাজিক’ফড়েরা লাভের গুড় খেয়ে যাচ্ছে! আলুর দাম নিয়ে চাষিদের মধ্যে চরম অসন্তোষকাস্টমস চেকিংয়ে আটকানোর পর পাঠচক্রের কাছে হেরে গেল ইস্টবেঙ্গল'মোহনবাগান রত্ন' পাচ্ছেন টুটু বোস, সেরা ফুটবলার আপুইয়া, দেখে নিন তালিকা

ভিভিপ্যাট নিয়ে বিরোধীদের দাবি সুপ্রিম কোর্টে এক মিনিটেই নাকচ

দ্য ওয়াল ব্যুরো : প্রথম দফা ভোটের সময় দেখা গিয়েছিল, বেশ কয়েকটি বুথে ভোটযন্ত্র বিগড়ে গিয়েছে। গত সপ্তাহের বুধবার ২১ টি বিরোধী দল সুপ্রিম কোর্টে আবেদন জানায়, গণনার সময় ৫০ শতাংশ ক্ষেত্রে ভোটযন্ত্রের ফলের সঙ্গে ভিভিপ্যাটের পেপার অডিট ট্রেল মিলিয়

ভিভিপ্যাট নিয়ে বিরোধীদের দাবি সুপ্রিম কোর্টে এক মিনিটেই নাকচ

শেষ আপডেট: 7 May 2019 01:37

দ্য ওয়াল ব্যুরো : প্রথম দফা ভোটের সময় দেখা গিয়েছিল, বেশ কয়েকটি বুথে ভোটযন্ত্র বিগড়ে গিয়েছে। গত সপ্তাহের বুধবার ২১ টি বিরোধী দল সুপ্রিম কোর্টে আবেদন জানায়, গণনার সময় ৫০ শতাংশ ক্ষেত্রে ভোটযন্ত্রের ফলের সঙ্গে ভিভিপ্যাটের পেপার অডিট ট্রেল মিলিয়ে দেখা হোক। কিন্তু সুপ্রিম কোর্ট মঙ্গলবার এই আর্জি বাতিল করে দেয়। এদিন সুপ্রিম কোর্টে শুনানি শেষ হয়ে যায় এক মিনিটে। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, আমরা নিজেদের রায় ফের খতিয়ে দেখতে পারি না। এবার ভোটের আগেই বিরোধীরা অনেকে বলেছিলেন, ভোটযন্ত্রে নানা কারচুপি হচ্ছে। ইভিএম বাদ দিয়ে বরং আগের মতো পেপার ব্যালটে ভোট হোক। নির্বাচন কমিশন সেই দাবি নাকচ করে দেয়। তখন স্থির হয়েছিল, প্রতিটি সংসদীয় কেন্দ্রের মধ্যে যতগুলি বিধানসভা আছে, তার প্রতিটিতে একটি করে ইভিএমের ফলের সঙ্গে ভিভিপ্যাটের কাগজ মিলিয়ে দেখা হবে। ইভিএমে কারচুপির অভিযোগ নিয়ে বিরোধীদের আবেদনে সাড়া দিয়ে গত এপ্রিলে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, প্রতিটি বিধানসভা কেন্দ্রে পাঁচটি করে ইভিএমের ফল ভিভিপ্যাটের সঙ্গে মিলিয়ে দেখা হবে। বিরোধীরা এই রায়ে খুশি হননি। তাঁরা মাত্র দুই শতাংশ ক্ষেত্রে ইভিএমের সঙ্গে ভিভিপ্যাটের কাগজ মিলিয়ে দেখলে পরিস্থিতির কোনও হেরফের হবে না। অন্তত ৫০ শতাংশ ক্ষেত্রে মিলিয়ে দেখা হোক। এই দাবির পক্ষে যুক্তি দেখিয়ে বিরোধীরা বলেন, প্রথম দফা ভোটে অভিযোগ উঠেছে, অনেক জায়গায় ইভিএমে নানা গোলযোগ ছিল। অনেক সময় দেখা গিয়েছে, একটি দলের প্রতীকের পাশে বোতাম চাপলে ভোট পড়ছে অন্য পার্টির হয়ে। নির্বাচন কমিশন বার বার বলেছে, প্রথম তিন দফার ভোটে যে কয়টি ইভিএমে গন্ডগোল হয়েছে, তাদের সংখ্যা নগণ্য। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কেন্দ্রে ভোটযন্ত্র বদলে দেওয়া হয়েছে।

ভিডিও স্টোরি