শেষ আপডেট: 16th December 2023 07:40
দ্য ওয়াল ব্যুরো: ফের চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। হাসপাতালগুলিতে ভিড় বাড়ছে আক্রান্তের। পরিস্থিতি সামাল দিতে আবারও ফিরছে মাস্ক!
সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় ইতিমধ্যে নতুন করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ। পরিস্থিতি মোকাবিলায় সিঙ্গাপুর সহ তিনটি বিমানবন্দরেই বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক।
সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, করোনার নয়া ভ্যারিয়ান্ট বিএ.২.৮৬ প্রজাতির সংক্রমণেই নতুন করে করোনার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। নয়া এই ভ্যারিয়ান্টের দাপটে গত কয়েক সপ্তাহে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। হাসপাতালগুলিতে বেড নেই। তথৈবচ হাল আইসিসিইউতেও। সংক্রমণ ঠেকাতে তাই ফের মাস্ক বাধ্যতামূলক করার সিদ্ধান্ত।
বিমানবন্দরে প্রবেশের ক্ষেত্রে সকলের মাস্ক পরা এবং কোভিডের দুটি টিকা নেওয়া বাধ্যতামূলক বলে জানিয়েছে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রক। সিঙ্গাপুরের দেখানো পথে হেঁটে মাস্ক বাধ্যতামূলক করেছে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া বিমানবন্দরেও।
একই সঙ্গে করোনা মোকাবিলায় আগের মতো দূরত্ববিধি মেনে চলা, বারবার হাত স্যানিটাইজ করার আবেদন জানানো হয়েছে ইন্দোনেশিয়া সরকারের তরফে। নতুন করে কারও করোনা উপসর্গ দেখা দিলে ঘর থেকে না বেরোনোর পরামর্শ দিচ্ছে সরকার।
কোভিডের ভয়াবহ সময় অতিক্রম করে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরেছে বিশ্ব। ফের নতুন করে করোনা ভাইরাস চোখ রাঙাতে শুরু করায় উদ্বেগ তৈরি হয়েছে সর্বত্র। ইতিমধ্যে ভারতে আক্রান্তের সংখ্যা প্রায় ১ হাজার। আক্রান্তের নিরিখে শীর্ষে রয়েছে কেরল। দৈনিক প্রায় ২০০ জন করে করোনার নয়া সংক্রমণে আক্রান্ত হচ্ছেন। সংক্রমণ ঘিরে বাড়ছে উদ্বেগ। যদিও চিকিৎসকরা বলছেন, উদ্বেগ না করে কোভিড সতর্কতা অবলম্বন করুন।