শেষ আপডেট: 4th February 2022 09:53
আইসিএসই ও আইএসসি -র প্রথম সেমিস্টারের ফল প্রকাশ সোমবার, বিস্তারিত জানুন
দ্য ওয়াল ব্যুরো: জল্পনার অবসান। আইসিএসই (দশম শ্রেণি) ও আইএসসি (দ্বাদশ শ্রেণি)-র ফল প্রকাশের নির্ঘণ্ট জানিয়ে দিল বোর্ড। আগামী সোমবারই ফল প্রকাশ হবে এই দুই শ্রেণির প্রথম সেমিস্টারের। সকাল দশটা থেকে অনলাইনেই পরীক্ষার্থীরা তাদের রেজাল্ট দেখতে পারবে। বোর্ডের তরফে শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে ফল প্রকাশের দিন ঘোষণা করা হল। স্কুলগুলি CAREERS পোর্টালে গিয়ে অধ্যক্ষের লগইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ফলাফল জানতে পারবেন আর পরীক্ষার্থীরা www.cisce.org এই ওয়েবসাইটে গিয়ে ফল জানতে পারবে। পরীক্ষার্থীরা কীভাবে রেজাল্ট দেখবে- প্ৰথমে বোর্ডের ওয়েবসাইট www.cisce.org যেতে হবে তারপর হোম পেজে 'Results 2021-2022 semester 1'-এ ক্লিক করতে হবে এরপর কোর্স অপশন অর্থাৎ ICSE বা ISC নির্বাচন করতে হবে আইসিএসই পরীক্ষার্থীরা তাদের ইউনিক আইডি, ইনডেক্স নম্বর, ইত্যাদি পূরণ করতে হবে একইভাবে আইএসসি পরীক্ষার্থীদের ক্ষেত্রেও প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করতে হবে। এরপরই রেজাল্ট দেখা যাবে স্ক্রিনের ওপর এছাড়াও এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবে পরীক্ষার্থীরা। কীভাবে? পরীক্ষার্থীরা তাদের ৭ ডিজিটের ইউনিক আইডি লিখে ৯২৪৮০৮২৮৮৩ নম্বরে পাঠিয়ে দিলেই ফলাফল জানতে পারবে। এই প্রথম সেমিস্টারের পরীক্ষা নিয়ে প্রথম থেকেই বিতর্ক ছিল। অফলাইন না অনলাইন এই নিয়ে দ্বন্দ্ব ছিল। পরে সিলেবাসও কমিয়ে দেওয়া হয়।