শেষ আপডেট: 6th April 2023 05:34
দ্য ওয়াল ব্যুরো: কানাডা থেকে বান্ধবীকে ডেকে এনে গুলি করে খুনের অভিযোগ উঠল প্রেমিকের (lover) বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হরিয়ানার (Haryana) সোনিপথে। সূত্রের খবর, মদের নেশায় গুলি করে খুন করেছেন ওই প্রেমিক। এরপর নিজের খামারবাড়িতেই বান্ধবীর দেহ পুঁতে দিয়েছেন।
জানা গিয়েছে, ২০২২ সালের জানুয়ারি মাসে প্রেমিকের ডাকে সাড়া দিয়ে কানাডা থেকে হরিয়ানায় ফেরেন মণিকা নামের ওই যুবতী। এরপর সোনিপথে তাঁর প্রেমিক সুনীলের সঙ্গে দেখা করতে যাওয়ার আগে রোহতকে নিজের বাড়িতে যান।
বেশ কিছুদিন কেটে গেলেও আর রোহতকে নিজের বাড়িতে ফেরেননি মণিকা। অবশেষে ২২ জানুয়ারি গনৌর থানায় একটি নিখোঁজ অভিযোগ দায়ের করে যুবতীর পরিবার। যদিও পুলিশ এই নিখোঁজ রহস্য উদ্ধারে ব্যর্থ হয়। শেষ অবধি যুবতীকে খোঁজার দায়িত্ব নেয় ভিওয়ানি সিআইএ-২।
তদন্তে নেমে তারা জানতে পারে, মণিকা রোহতকে নিজের পরিবারের সঙ্গে দেখা করার পর সোনিপথে তাঁর প্রেমিক সুনীলের সঙ্গে দেখা করতে যান। এরপর সুনীলকে খুঁজে বের করে শুরু হয় টানা জেরা। তখনই খুন করার কথা স্বীকার করেন অভিযুক্ত। অবশেষে গত মঙ্গলবার ভিওয়ানি সিআইএ-২ ওই খামারবাড়ি থেকে মণিকার কঙ্কালের অবশেষ খুঁজে পেয়েছে।
ঘটনার পরই অভিযুক্ত সুনীলকে হেফাজতে নেওয়া হয়। ওই যুবক কেন নিজের বান্ধবীকে হত্যা করেছেন তা জানার চেষ্টা চলছে। হরিয়ানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে খুন-সহ একাধিক মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
যৌনতা সুন্দর, ঈশ্বরের দেওয়া পবিত্র জিনিস, তথ্যচিত্রে পোপের মন্তব্যে ফের বিতর্ক