রেলওয়ে আন্ডারপাস নির্মাণের কাজে চূড়ান্ত অনিয়মের অভিযোগ তুলে স্থানীয় গ্রামবাসীরা বন্ধ করে দিলেন কাজ।
শেষ আপডেট: 6th January 2025 19:22
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: রেলওয়ে আন্ডারপাস নির্মাণের কাজে চূড়ান্ত অনিয়মের অভিযোগ তুলে স্থানীয় গ্রামবাসীরা বন্ধ করে দিলেন কাজ। সোমবার সকাল থেকেই গ্রামবাসীরা জড়ো হয়ে ঠিকাদার সংস্থার লোকজনদের ঘিরে বিক্ষোভ দেখান। কাজ বন্ধ রাখতে বলেন। এরপর বাধ্য হয়ে নির্মাণকাজ বন্ধ রাখে ঠিকাদার সংস্থা। দাবি, সরকারি নিয়ম মেনে কাজ করতে হবে এবং কাজ চলাকালীন যাতায়াতের বিকল্প রাস্তা করে দিতে হবে।
বর্ধমান কাটোয়া ব্রডগেজ লাইনের বেলেন্ডা গ্রামের দক্ষিণপাড়ার কাছে ৯ নম্বর রেলগেটটি রয়েছে। এই রেলগেট তুলে দিয়ে আন্ডারপাস নির্মাণের সিদ্ধান্ত নেয় রেল। একেই রেলওয়ে আন্ডারপাসের কাজ শুরুর পর থেকে গ্রামবাসীদের যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। তার উপর তাঁদের অভিযোগ, কাজ হচ্ছে নিম্মমানের সামগ্রী দিয়ে। ঢালাই করার পরেরদিন থেকেই ঢালাই মশলা ছেড়ে বেড়িয়ে আসছে রড।
মাস খানেক আগে থেকে নির্মাণকাজ শুরু হয়েছে। বেশকিছুটা কাজ এগিয়ে গিয়েছে। সোমবার মেশিনপত্র নামিয়ে ঠিকাদার সংস্থার লোকজন যখন কাজ করছিল তখন গ্রামের লোকজন জড়ো হন। স্থানীয় বাসিন্দা শেখ বদরুল ইসলাম, সেখ শামিমরা বলেন, " কাজ শুরুর আগেই কথা হয়েছিল গ্রামবাসীদের যাতায়াতের জন্য সাময়িক একটি রাস্তা করে দেওয়া হবে। রাস্তা এখন বন্ধ। তার উপর অত্যন্ত নিম্নমানের বালি, পাথর ইত্যাদি দিয়ে কাজ করা হচ্ছে। ফলে ঢালাই করার পরেরদিন থেকেই ফেটে যাচ্ছে। এভাবে কাজ করলে অল্পদিনেই নির্মাণ ভেঙে পড়বে। তাই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা চাই সরকারি নিয়ম মেনে কাজ করা হোক।"
জানা গিয়েছে গত রবিবার আন্ডারপাসের পূর্বদিকের গার্ডওয়ালের একাংশ ঢালাই করা হয়েছিল। সোমবার দেখা যায় সদ্য ঢালাই করা কংক্রিটের অংশ বেশ কিছু জায়গায় রড বেড়িয়ে পড়েছে। এটা দেখার পরেই স্থানীয়রা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা বিক্ষোভ দেখিয়ে কাজ বন্ধ করে দেন।
ঠিকাদার সংস্থার সাইট ইনচার্জ মহম্মদ মাঞ্জারুল হক অবশ্য স্থানীয়দের অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন, "বালি খারাপ ছিল। সেজন্য ওই বালি পরিবর্তন করে ভালো বালি দিয়ে কাজ করা হবে। যেখানে যেখানে কংক্রিট ছেড়ে গিয়েছে সেগুলি ঠিক করে দেওয়া হবে।"