শেষ আপডেট: 23rd December 2024 19:35
দ্য ওয়াল ব্যুরো: ২০১১ সালে তখতে বসার পরই বাংলার ঐতিহ্যপূর্ণ লোকশিল্পকে বাঁচিয়ে রাখতে তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকশিল্পীদের স্বীকৃতি এবং অর্থনৈতিক স্বচ্ছলতা দিতে চালু করেছেন বাংলার লোকশিল্প প্রকল্প। বর্তমানে ওই প্রকল্পের মাধ্যমে সরকারি সুবিধা পেয়ে থাকেন রাজ্যের ১ লক্ষ ৮১ হাজার লোকশিল্পী।
আগামী বছরের সাধারণতন্ত্র দিবসের প্যারেডে রাজধানীতে যে ট্যাবলোগুলি থাকবে তাতে ‘বাংলার লোকপ্রসার’কে স্বীকৃতি জানাতে বিশেষ ট্যাবলো রাখার অনুমতি দিয়েছে কেন্দ্র। যে ট্যাবলোর মাধ্যমে জঙ্গলমহল এবং টেরাকোটা মন্দিরের সঙ্গে যুক্ত ছৌ ও বাউলের পারফরম্যান্স তুলে ধরা হবে।
প্রশাসনের এক শীর্ষ কর্তার কথায়, বিভিন্ন ইস্যুতে রাজ্যের সমালোচনা করে থাকে কেন্দ্র। সেখানে এটা বড় প্রাপ্তি।
সূত্রের খবর, এ ব্যাপারে মোদী সরকারের চিঠি এসে পৌঁছেছে নবান্নে। বাংলার সংশ্লিষ্ট মডেলের ট্যাবলো তৈরির জন্য ২৫ ডিসেম্বরের মধ্যে দিল্লিতে কারিগর পাঠাানোর কথাও বলা হয়েছে। প্রতিবছরের মতো এবারও সাধারণতন্ত্র দিবসের ১ মাস আগে থেকে রাষ্ট্রীয় রঙ্গশালায় তৈরি হবে ট্যাবলো নির্মাণের কাজ।
জানা যাচ্ছে, এবারে ৭৫ তম সাধারণতন্ত্র দিবসের থিম, ‘স্বর্ণিম ভারত, বিরাসত সে বিকাশ’ অর্থাৎ স্বর্ণময় ভারতের ঐতিহ্য এবং উন্নয়ন। এই থিমের সঙ্গে সাযুজ্যে রাখতে কী কী মডেল করা যেতে পারে তা নিয়ে ইতিমধ্যে কেন্দ্র ৬টি বৈঠকও করেছে। সেখানেই বাংলার লোকপ্রসারে মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেলকে স্বীকৃতি দিয়েছে মোদী সরকার। ফলে অন্যান্য রাজ্যের পাশাপাশি এবার রাজধানী দিল্লিতে সাধারণতন্ত্র দিবসের প্যারেডে দেখা যাবে বাংলার ট্যাবলোও।