শেষ আপডেট: 26th January 2025 10:03
দ্য ওয়াল ব্যুরো: ১৯৫০ সালে ভারতের সংবিধান গৃহীত হওয়ার পর থেকে প্রতি বছর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসেবে উদযাপিত হয়। এ বছর দেশটি তার ৭৬ তম সাধারণতন্ত্র দিবস উদযাপন করছে। উদযাপন উপলক্ষে আয়োজন করা হয়েছে বিশাল কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে আসা সুসজ্জিত ট্যাবলোর প্রদর্শনী, যা একেবারে নজরকাড়া। এই দিনে রাজ্যবাসীর উদ্দেশে বিশেষ বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সাত সকালে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ অভিষেক লেখেন, 'ভারত যখন তার ৭৬তম সাধারণ দিবস উদযাপন করছে, আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠাতাদের প্রদত্ত গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি স্মরণ করি – এমন একটি প্রজাতন্ত্র যা ন্যায়, স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্বের বন্ধনে দাঁড়িয়ে। এটা সেই দিন, যেখানে আমাদের সংবিধানে সংবলিত আদর্শের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং আমরা কতটা উন্নীত হয়েছি তা নিয়ে চিন্তা করা হয়।
As India celebrates its 76th Republic Day, we are reminded of the PROFOUND VISION OUR FOUNDING FATHERS laid out for this nation – a Republic rooted in JUSTICE, LIBERTY, EQUALITY, and FRATERNITY. It is a day to honour the ideals enshrined in our Constitution and reflect on how far…
— Abhishek Banerjee (@abhishekaitc) January 26, 2025
আমরা যেমন আমাদের সাফল্যে গর্বিত, তেমনই এটা আত্মবিশ্লেষণেরও সময়। আমাদের গণতন্ত্রের শক্তি নিহিত রয়েছে এর প্রতিষ্ঠানসমূহে, সমাজের সকলের যোগদানে এবং এর অর্থনীতির ন্যায়পরায়ণতায়। আজ, আসুন আমরা এক প্রজাতন্ত্র নির্মাণের প্রতি আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করি, যা শুধু শক্তিশালী নয়, সহানুভূতিশীলও বটে, শুধু সমৃদ্ধ নয় বরং সকলের অংশগ্রহণে।
আগামী পথটি বাধাহীন নয়, তবে একসঙ্গে, আমরা একটি ভারত গড়ে তোলার জন্য চেষ্টা করতে পারি যা সত্যিই আমাদের সংবিধান প্রদত্ত স্বপ্নগুলির প্রতিফলন। ৭৬তম প্রজাতন্ত্র দিবস শুধুমাত্র একটি উদযাপন নয়; এটা একটা দায়িত্বের আহ্বান।'