Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
আবারও আকাশ কালো, রাজ্যজুড়ে বৃষ্টির দাপট! দক্ষিণবঙ্গের ছয় জেলায় সতর্কতা, জল ছাড়ছে ডিভিসিভোটার তালিকা সংশোধন ঘিরে চিন্তায় বিহার বিজেপিও, নাম বাদ গেছে বহু দলীয় সমর্থকেরএয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার আগে জ্বালানি সুইচ নিয়ে সতর্ক করেছিল ব্রিটেনের নিয়ন্ত্রক সংস্থাবাক্ স্বাধীনতা সীমাহীন নয়, কলকাতা পুলিশের বিরুদ্ধে মামলায় কেন বলল সুপ্রিম কোর্টব্রেকআপের পর পর্ন বানিয়ে টাকা রোজগার প্রাক্তন প্রেমিকের, অসমের মেয়ে হয়ে গেলেন ‘বেবিডল আর্চি’অচিরেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় নতুন মুখ, রদবদল, মন্ত্রী বাছাইয়ে মোদীর নয়া মানদণ্ড কী?ওড়িশায় নির্যাতিতার মৃত্যু, যৌন হেনস্থার অভিযোগ এনে বিচার না পেয়ে কলেজেই গায়ে আগুন দিয়েছিলেনএকটি গ্রাম পঞ্চায়েতেই ৪ হাজারের বেশি ভুয়ো জন্ম-মৃত্যু সার্টিফিকেট! হাইকোর্টে জানাল রাজ্যক্রিকেট বল খুঁজতে গিয়ে বাড়ি থেকে উদ্ধার ৭ বছর পুরনো মানব কঙ্কাল! হায়দরাবাদে রহস্যEng vs Ind: দাম পেল না জাদেজার অবিস্মরণীয় লড়াই, ২২ রানে হেরে গেল ভারত
Jalpaiguri

কসবার দুঃস্বপ্ন ফিরল জলপাইগুড়িতে? সহপাঠীকে যৌন হেনস্থার অভিযোগ, 'হুমকি'র মুখে অভিযোগকারীই

জলপাইগুড়ির ঘটনার পর ফের শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরে ছাত্রীদের সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন। 

কসবার দুঃস্বপ্ন ফিরল জলপাইগুড়িতে? সহপাঠীকে যৌন হেনস্থার অভিযোগ,  'হুমকি'র মুখে অভিযোগকারীই

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 5 July 2025 16:26

দ্য ওয়াল ব্যুরো: জলপাইগুড়ি (Jalpaiguri) শহরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে তারই এক সহপাঠীর বিরুদ্ধে (classmate accused of sexual harassment)। ঘটনাটি কেন্দ্র করে শনিবার জলপাইগুড়ি জেলা পুলিশ সুপারের দফতরে লিখিত অভিযোগ দায়ের করেছেন ছাত্রীটির মা। অভিযোগ জানানো হয়েছে চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতেও। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ।

ছাত্রীটির পরিবারের অভিযোগ, ঘটনাটি ঘটেছে গত ২৩ জুন। পরিবার সূত্রে দাবি, ক্লাস চলাকালীন সহপাঠী ছাত্রটি আপত্তিকর আচরণ করে এবং পরে ছাত্রীটির শরীরের বিভিন্ন স্পর্শকাতর অংশে হাত দেয় বলে অভিযোগ। ঘটনার পর ওইদিন রাতেই পরিবারের তরফে স্কুল কর্তৃপক্ষকে ইমেলের মাধ্যমে বিষয়টি জানানো হয়। পরদিন স্কুলে লিখিত অভিযোগ জমা দিতে গেলে প্রিন্সিপাল তাঁদের হুমকি দেন বলেও অভিযোগ পরিবারের।

ছাত্রীর মা জানান, প্রথমে বিষয়টি ক্লাস টিচারকে জানালেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। পরে প্রিন্সিপালকেও জানানো হয়। তাঁদের দাবি, স্কুল কর্তৃপক্ষ বিষয়টি চেপে যেতে চেয়েছিল। এমনকী এ ব্যাপারে বাড়াবাড়ি করলে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। এরপরেই তাঁরা চাইল্ড ওয়েলফেয়ার কমিটি এবং পুলিশের দ্বারস্থ হন।

চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান ডঃ মান্না মুখোপাধ্যায় জানান, লিখিত অভিযোগ পাওয়ার পরেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তদন্ত শুরু হয়েছে।”

ঘটনার জেরে জলপাইগুড়ি শহরে আলোড়ন তৈরি হয়েছে। স্কুল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া জানতে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও এ বিষয়ে কোনও বক্তব্য পাওয়া যায়নি। প্রতিক্রিয়া মেলেনি অভিযুক্তরও।

গত ২৫ জুন সন্ধ্যেয় কসবা কলেজের (Kasba Case) মধ্যে ওই কলেজেরই এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে এক সিনিয়র এবং দুই সহপাঠীর বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমে প্রধান অভিযুক্ত মনোজিৎ মিশ্র-সহ চারজনকে গ্রেফতারও করেছে পুলিশ। সামনে আসছে মনোজিতের একাধিক অপর্কীতি। যার জেরে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন। জলপাইগুড়ির ঘটনার পর ফের শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরে ছাত্রীদের সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন। 


ভিডিও স্টোরি